বহরমপুর রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাইলে আগেই মুর্শিদাবাদ যেতে পারতাম। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। দিঘায় জগন্নাথ মন্দিরের কর্মসূচিও ঠিক করা ছিল। দিঘা সফর শেষ হতেই এবার মুর্শিদাবাদ যাচ্ছেন তিন। বুধবার ধুলিয়ানে হিংসা বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। সাহায্যও তুলে দেবেন।