Advertisement

Bankura Wild Elephant Raid: হাতির তাণ্ডবে বাঁকুড়ায় নষ্ট বিঘার পর বিঘা ধান জমি, মাথায় হাত চাষিদের

বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে হাতির তাণ্ডব কিছুতেই পিছু ছাড়ছে না । বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে থেকে রবিবার প্রায় ৪০ থেকে ৪২টি বুনো হাতির একটি দলকে পাঞ্চেত ডিভিশনে পাঠানো হয়েছে এবং সেই হাতি এবার রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে প্রায় ত্রিশ বিঘা ধান জমি নষ্ট করেছে এমনটাই অভিযোগ ধান চাষিদের। বর্ষায় এবার ভালো ধান হয়নি সেখানেও হাতির তাণ্ডবের মুখে পড়তে হল ধান চাষিদের। স্বাভাবিকভাবেই চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

wild elephant raid paddy field at bankura

Advertisement