৫১ সতীপীঠের অনেকগুলিই রয়েছে বাংলায়। তারই একটি পূর্ব বর্ধমানের কোগ্রামের (উজানী) মা মঙ্গলচণ্ডীর মন্দির। দেবীর বাম কনুই পড়েছিল এখানে। মন্দির গড়ে উঠেছে অজয় নদের তীরে একদম গ্রাম্য পরিবেশে। মন্দিরের সামনেই রয়েছে বিরাট বড় চাতাল, যেখানে বসে থাকবে বেশ লাগে। আর আগে থেকে বলে রাখলে পেয়ে যাবেন ভোগও। তাই এই শীতকালে কোনও একটি ছুটির দিন ঘুরে আসতেই পারেন মা মঙ্গলচণ্ডীর দ্বার থেকে।
East Burdwan kogram mangalchandi temple, satipith