Advertisement

West Bengal Weather Update : মারকাটারি কনকনে শীতের আমেজ শুরু! বাংলায় আবহাওয়ার নতুন ‘খেলা’ শুরু

শেষের পথে এগোচ্ছে December। আর কয়েকদিন পরেই নতুন বছর। আর বছর শেষের সময় বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত। তবে প্রশ্ন হচ্ছে, শীত কি এমনই থাকবে, নাকি পরিবর্তন আসবে তাপমাত্রায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার ২৩ ডিসেম্বর শহর Kolkata ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। একইসঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস, ২৪ ডিসেম্বর থেকে কনকনে শীতের আমেজ থাকতে পারে গোটা রাজ্যজুড়েই। কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। গতি পাবে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা।

Winter temperature likely to drop in kolkata and west bengal in late December

Advertisement