Advertisement

Bengal Weather News: কনকনে শীতে যবুথবু বাংলা! আট ডিগ্রিতে নেমে গিয়ে হাড় কাঁপুনি ধরাবে ঠান্ডা

রাজ্যে জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর কলকাতা। সেই সঙ্গে উত্তরের হাওয়াও চলছে। সব মিলিয়ে এবারে শুরু থেকেই বেশ ভালো মতন ব্যাট করছে শীত। শনিবার বেশ ভালোই ঠান্ডা অনুভূত হয়েছে। বছর শেষ হতে আর হাতে গোনা মাত্র তিন দিন বাকি। আর এই ব্রষ শেষের দিনগুলোতে রাজ্যের প্রতিটি জেলায় জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে নববর্ষে শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

Winter vibes deepen across the state

Advertisement