শীতের আমেজ ভালোই রয়েছে। তবে এমন আবহাওয়া ঠিক কতদিন থাকবে? সামনেই কি আহাওয়ায় বড় কোনও পরিবর্তন থাকছে? এই প্রসঙ্গে লেটেস্ট আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানায়, জমিয়ে শীতের আমেজে ভাটা পড়তে চলেছে উইকেন্ডে। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার পরিবর্তন। সেক্ষেত্রে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে। উত্তর-পশ্চিম থেকে ঢুকছে শীতল হাওয়া ঢুকছে। ফলে জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম ৩-৪ দিনে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। কার্যত কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায়।
Winter weather update and temperature changes expected soon