ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে ধীরে ধীরে ফর্মে আসতে চলেছে শীত। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে জাকিয়ে শীতে পড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল। উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।