রাজ্যে চলছে SIR র কাজ। এই SIR নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মতো ঘটনা তো ঘটছেই। তার উপর যে সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে তা হল BLO দের কাজের অত্য়াধিক চাপ। যে চাপের জন্য বহু বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। হার্ট অ্যাটাকে মৃত্যুও হয়েছে। অনেকে কাজের থেকে অব্যাহতিও চেয়েছেন। এই পরিস্থিতিতে TMC বলছে, এতো কম সময়ের মধ্যে SIR করতে হচ্ছে, তার জন্য বিএলওদের উপর দারুণ চাপ হচ্ছে। যে অমানসিক। অন্যদিকে এই ইস্যুতে Mamata Banerjee কে কাঠগড়ায় দাঁড় করছে রাজ্যের প্রধান বিরোধীদল BJP।
Work pressure on BLOs during sir in West Bengal