খড়্গপুরের রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরো বাড়লো শুক্রবার। শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টোদিকে সামিল হয়ে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও বিজেপিকর্মীরা। বেলা সাড়ে এগারোটার পর খড়গপুরের সাহাচকে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি। অভিযোগ, গত এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি শ্রমিকদের। এরপরই কর্মীদের মধ্যে বিক্ষোভ অসন্তোষ শুরু হয়।