Advertisement

VIDEO: কালাজ্বর নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে মিটিং WHO এর কেন্দ্রীয় দলের

মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা শাসক অফিসের কনফারেন্স হলে রুদ্ধদ্বার বৈঠক করলেন WHO এর কেন্দ্রীয় দলের চার সদস্য়। উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৈঠক শেষে জেলাশাসক জানালেন পূর্ব বর্ধমানে এখনও পর্যন্ত ৯জন কালাজ্বরে আক্রান্ত। তারা চিকিৎসাধীন। তার মধ্যে বর্ধমান পৌর এলাকার মধ্যে ১ জন রয়েছেন। নির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে জেলাকে কালাজ্বর মুক্ত জেলা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

World Health Organization held a meeting with the DM of Burdwan

Advertisement