scorecardresearch
 
বিশ্ব

PHOTOS : ২৩ বছরে ১১ সন্তান, মোট ১০৫ সন্তানের মা হতে চান এই যুবতী

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 1/8

এক আধজন নয়, ১০৫ সন্তানের মা হতে চান এক দম্পতি। তাঁদের ইচ্ছা পৃথিবীর সবথেকে বড় পরিবার বানানোর। মজার বিষয় হল ইতিমধ্যেই ওই দম্পত্তির ১১ সন্তান রয়েছে।

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 2/8

রাশিয়ার ওই দম্পতির নাম ক্রিস্টিনা ও গেলিপ। ক্রিস্টিনার বয়স মাত্র ২৩ বছর। গেলিপের ৫৬। মাত্র ২৩ বছরের ক্রিস্টিনা এখনই ১১ সন্তানের মা। তবে তাঁর ইচ্ছে, আরও সন্তানের মা হওয়ার। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 3/8

ওই দম্পত্তি বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা ১০৫ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়তে চান। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 4/8

ওই দম্পত্তি জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে তাঁরা আরও সন্তান পেতে চান। সেজন্য কোটি কোটি টারা খরচ করতেও রাজি আছেন। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 5/8

ওই দম্পতির আরও দাবি, তাঁরা সন্তানদের ভালো করে দেখাশোনা করবেন। সন্তানদের কষ্ট হবে, এমন কোনও কাজ করবেন না। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 6/8

ওই দম্পতির যে প্রথম সন্তান তার বয়স ৬ বছর। পরে যে ১০ সন্তানের জন্ম হয়েছে তারা প্রত্যেকেই সারোগেসির মাধ্যমে। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 7/8

ক্রিস্টিনা জানিয়েছেন, তিনি জানেন না কতজন সন্তানের মা হতে পারবেন। তবে তাঁর লক্ষ্য ১০৫ জনের মা হওয়া। 

১০৫ সন্তানের মা হতে চান দম্পতি
  • 8/8

এখনই ১১ জন বাচ্চা আছে ক্রিস্টিনা। তবে বাচ্চাদের নিয়ে একটুও বিচলিত হন না তিনি। বরং তাদের সঙ্গে সময় কাটান ও দেখাশোনা করেন।