গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বিগত কয়েক বছর ধরে আবহাওয়ার বিপুল পরবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি কানাডাতে গ্রীষ্মের দাবদাহে বহু মানুষ প্রাণ হারান। গত ১০০০ বছরের রেকর্ড ভেঙে বর্ষণ হয় চিনে। বন্যায় ভেসে যায় গ্রামের পর গ্রাম। ভয়াবহ বানে ভেসে যায় জার্মানির বিস্তীর্ণ এলাকা। এবার অস্ট্রেলিয়ার সবথেকে উঁচু বিল্ডিংয়ের সুইমিং পুলের জল নড়িয়ে দিল অত্যধিক হাওয়ার দাপট।
অস্ট্রেলিয়ার একজন গায়ক এই দৃশ্যের ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। অস্ট্রেলিয়ার মেলবর্নের ১০৮ নামের বিল্ডিংয়ের ৭ও তলায় রয়েছে সুইমিং পুল। হাওয়ার দাপট যেন পুলের জল উড়িয়ে নিয়ে যাচ্ছে এমনই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
মেলবর্নের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিডিওটি যেদিন তোলা হয় সেদিন শহরজুড়ে ভারী হওয়ার দাপট ছিল। প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইছিল। ১০৮ বিল্ডিংটির উচ্চতা প্রায় ৩১৮ মিটার অর্থাৎ ১০৪৩ ফুট। বিল্ডিংটি যখন তৈরি হয়েছিল তখন তা দক্ষিণ গোলার্ধের সবথেকে উঁচু বিল্ডিং ছিল।
তবে তিনি সাফ জানিয়ে দেন, বিল্ডিংয়ের গঠনগত কোনও ত্রুটি নেই। তীব্র হাওয়ার দাপটে যাতে কোনও অসুবিধা না হয় সেভাবেই তৈরি করা।
Tell me it was windy in Melbourne today without *saying* it was windy in Melbourne.. I’ll go first pic.twitter.com/cx8kl8PmX4
— Illy (@illyal) July 28, 2021
তবে বিল্ডিংয়ে যারা বসবাস করেন তাদের মধ্যে কয়েক জন রেডিট ওয়েবসাইটে নিজেদের ভয়ংকর কিছু প্রতিক্রিয়ার কথা জানান। কেউ বলেন হওয়ার দাপটে মাঝে মাঝেই মনে হয় হাওয়ার দাপটে কোথাও চিড় ধরছে। আরও একজন উদ্বেগ প্রকাশ করে লেখেন,"এমন ভয়াবহ পরিস্থিতিতে আমি বাঁচতে পারব না।"
উনি আরও জানান, যখন থেকে এমন আওয়াজ শুনতে পেয়েছি রাতের ঘুম উড়ে গেছে। যদিও ১০০০ ফুটের বেশি উঁচু বিল্ডিংয়ে তীব্র হাওয়ার দাপটে সামান্য দোলার সম্ভাবনা থাকে। তবে খুব বেশি নয়।
উনি আরও জানান, যখন থেকে এমন আওয়াজ শুনতে পেয়েছি রাতের ঘুম উড়ে গেছে। যদিও ১০০০ ফুটের বেশি উঁচু বিল্ডিংয়ে তীব্র হাওয়ার দাপটে সামান্য দোলার সম্ভাবনা থাকে। তবে খুব বেশি নয়।