Bomb Cyclone and Atmospheric River in California: ক্যালিফোর্নিয়া এখন এক অদ্ভুত প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। আর তার নাম বম্ব সাইক্লোন (Bomb Cyclone)। এই সাইক্লোনের কারণে ক্যালিফোর্নিয়া এবং তার আশপাশের এলাকার ওপরে আকাশ পঞ্চম শ্রেণির ভয়ঙ্কর বায়ুমণ্ডলীয় নদী (Atmospheric River)-এর প্রবাহ দেখা যাচ্ছে।
আর এর কারণে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেখানে। সেখানকার কোনও কোনও এলাকায় কয়েক ফুট উঁচু বরফ পড়ছে। ক্যালিফোর্নিয়ার এই সাইক্লোনের কারণে জঙ্গলে আগুন, প্রচন্ড গরম, বন্যা, ধসের মতো সমস্যার সঙ্গে মুখোমুখি হয়েছে।
এবার আপনাদের মনে হতে পারে এই বোম্ব সাইক্লোন শব্দটি কোথা থেকে এল। আসলে যখন বোমা বিস্ফোরণের মতো আবহাওয়া দ্রুত পরিবর্তন হয় তখন তাকে বোম্বোজেনেসিস (Bombogenesis) বলে থাকে।
Lots of rain on the radar this morning. That won't be changing, heavy rain and strong winds are expected for today. Debris flows possible on recent burn scars and roadway flooding will be likely. #CAwx pic.twitter.com/EzddtRTzC4
— NWS Sacramento (@NWSSacramento) October 24, 2021
এই পরিস্থিতি তখন তৈরি হয় যখন কোনও এলাকার ওপরের বায়ুমণ্ডলের মধ্যে তুফান কম করে ২৪ ঘণ্টার জন্য ২৪ মিলিবার্স পর্যন্ত থাকে। মিলিবার্স বায়ুমণ্ডলের চাপের মাপার একটা একক। এ ব্যাপারে আরও কিছু তথ্য জেনে নিই। বোম সাইক্লোনের সবথেকে বড় সমস্যা হল যে এটা ক্যালিফোর্নিয়ার ওপরে থাকা বায়ুমণ্ডলীয় নদী (Atmospheric River)-র সঙ্গে মিলে গিয়েছে।
আর এই কারণে তার শক্তি অনেকটা বেড়ে গিয়েছে। বায়ুমণ্ডলীয় নদী (Atmospheric River)আসলে আকাশে থাকা প্রবল গতিবেগের হাওয়া। আর কিছুই না। এটা অনেক সময় হারিকেন আর কখনও বা টর্নেডোর রূপ নিতে পারে।
একে পঞ্চম শ্রেণিতে রাখা হয়েছে। তার মানে এটি প্রবল ক্ষয়ক্ষতি করতে পারে। সেই আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্সেসের মতে, পঞ্চম শ্রেণির বায়ুমন্ডলীয় নদী (Atmospheric River) আর সাইক্লোনের কারণে বৃষ্টির সঙ্গে প্রবল বন্যা, প্রবল হাওয়া, আচমকাই বন্যা, রাস্তাঘাটে ময়লা ভাসার মতো সমস্যার মুখোমুখি হতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) ২৪ অক্টোবর থেকে প্রবল বৃষ্টিপাত, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে বলে সতর্কতা জারি করেছে।
তারা এ ব্যাপারে টুইট করেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)-এর টুইটে বলা হয়েছে, সারাদিন ভারী বৃষ্টি হতে পারে। প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরে খোলা জায়গায় পড়ে থাকা ময়লা হাওয়া এবং জলের সঙ্গে মিশতে পারে। এবং রাস্তাঘাটে তা বলতে পারে। রাস্তায় জল জমে যেতে পারে। তাই আপাতত বাড়ির বাইরে বেরোবেন না।
দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ক্যালিফোর্নিয়ার মধ্য এবং উত্তর ভাগ ধসের সম্ভাবনা সবথেকে বেশি। গত সপ্তাহে সেক্রোমেটোয় ১৯ মার্চের পরে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। তার বাণী ২২০। দিন সেখানে বৃষ্টির একটা ফোঁটাও হয়নি এখন সেই এলাকা দুই ফুট জলের তলায় চলে গিয়েছে।
উত্তর ক্যালিফোর্নিয়া এবং প্যাসিফিক নর্থ-ইস্ট এলাকায় টর্নেডো আর হারিকেনের আশঙ্কা দেখা দিয়েছে। এইটা যদি না-ও হয়, তো ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া চলতে পারে। এর পাশাপাশি সমুদ্রের ঢেউ ২০ ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। প্রবল গতিবেগে তা আছড়ে পড়তে পারে ভূমিভাগে। এ ব্য়াপারে ওয়াশিংটন পোস্ট আরও জানাচ্ছে, বোম্ব সাইক্লোন আর বায়ুমণ্ডলীয় নদী এই দু'টো মিলিয়ে খুবই দুর্লভ পরিস্থিতির তৈরি হয়েছে। অনেক বছর পর এগুলো হয়। তাই আপৎকালীন জরুরী পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে তৈরি রাখা হয়েছে। তবে তারা খুব কম জায়গায় পৌঁছাতে পারছেন।