চিনা মাটির তৈরি আড়াই হাজার টাকার একটি বাটি আমেরিকায় (America) বিক্রি হতে পারে ৩.৬ কোটি টাকায়। এবার আপনার মনে হতেই পারে, এমন কী আছে ওই বাটিতে যে নিলামে মানুষ সেটিকে এত দাম দিয়ে কিনতে রাজি হচ্ছেন।
রিপোর্ট অনুসারে, এটি পঞ্চদশ শতাব্দীর নিদর্শন। ৩৫ ডলার দিয়ে কেনা হয়েছিল এই বাটিটি। তবে নিলামে ১৫ হাজার থেকে ৫ লক্ষ ডলারের মধ্যে এর দাম রাখা হবে বলে জানা গেছে। আগামী ১৭ মার্চ হতে চলেছে নিলাম।
ফুল এবং অন্যান্য চিত্র সম্বলিত এই বাটিটির ব্যাস প্রায় ৬ ইঞ্চি। নিলাম হবে সৌথবিতে। এই মুহূর্তে পৃথিবীতে এই ধরনের মোট ৭টি বাটি আছে বলে জানা গেছে।
সৌথবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ড তথা কলা বিভাগের চৈনিক কর্মের প্রধান ম্যাকএটর বলেন, "এটি দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বাস্তবেই অনন্য কিছু একটা দেখছি। চিত্রের ধরন, বাটির আকার ও নীল রঙই প্রমাণ এটি পঞ্চদশ শতাব্দীর।"