scorecardresearch
 
Advertisement
বিশ্ব

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 1/6

এলিয়েন বা ভিনগ্রহী নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী— সকলেরই কৌতুহলের কোনও শেষ নেই! এলিয়েন বা UFO (আনআইডেনন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) নিয়ে হলিউডেও একাধিক ছবি তৈরি হয়েছে। ‘কয়ি মিল গ্যায়া’র মতো বলিউডের ছবিও বেশ জনপ্রিয় হয়েছে একই কারণে। কিন্তু বাস্তবে এই এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্ব, পৃথিবীতে তাদের আসা-যাওয়া নিয়ে বিশ্বজুড়েই যথেষ্ট বিতর্ক রয়েছে।

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 2/6

কল্পনা, চলচ্চিত্রের বাইরেও একাধিকবার মার্কিন নৌবাহিনী বা মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের প্রকাশিত বা ফাঁস হওয়া ভিডিয়ো UFO (আনআইডেনন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) নিয়ে জল্পনা আরও উষ্কে দিয়েছে। সম্প্রতি UFO নিয়ে মার্কিন সরকারের সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA)!

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 3/6

জানা গিয়েছে, ১৯৮০ সাল থেকে UFO (আনআইডেনন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নথি (২৭০০ পৃষ্ঠার) মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য অধিকার আইনের আওতায় বেশ কয়েকটি অনুরোধের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

Advertisement
UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 4/6

দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে UFO সম্পর্কিত তথ্য সংরক্ষণাগার ব্ল্যাক ভল্টে (Black Vault) রয়েছে। এই ব্ল্যাক ভল্টের প্রতিষ্ঠাতা জন গ্রিনিওয়াল্ড জুনিয়র (John Greenewald Jr) এই তথ্য চেয়েছিলেন। তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA)-এর থেকে UFO সম্পর্কিত তথ্যগুলি জানতে চেয়েছিলেন।

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 5/6

CIA-এর দাবি, ২৭০০ পৃষ্ঠার এই ফাইলে UFO সম্পর্কিত সমস্ত তথ্যই রয়েছে। এই ফাইলে ১৯৭৬ সালের ঘটনাও নথিভূক্ত রয়েছে। যদিও ব্ল্যাক ভল্টের প্রতিষ্ঠাতা জন গ্রিনিওয়াল্ড জুনিয়রের (John Greenewald Jr) মতে, এই নথিগুলির সত্যতা যাচাই করার কোনও উপায় নেই।

UFO নিয়ে সমস্ত ‘গোপন’ নথি প্রকাশ করল CIA! ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ
  • 6/6

গ্রিনিওয়াল্ড জানান, এই তথ্যগুলির গোপনীয়তা রক্ষার স্বার্থে CIA এমন ভাবে এই ঘটনাগুলিকে নথিভূক্ত করেছে, যেগুলি পাঠোদ্ধার করা বেশ শক্ত! এই নথিগুলি এমন এই পুরানো ফর্ম্যাটে নথিভূক্ত করা হয়েছে যে, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা প্রায় অসম্ভব! যদিও ২৭০০ পৃষ্ঠার এই ফাইল এখন ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষও।

Advertisement