scorecardresearch
 
Advertisement
বিশ্ব

কুড়ে কুড়ে খাচ্ছে একাকীত্ব, ভয়ঙ্করভাবে বাড়ছে আত্মহত্যা,পরিস্থিতি সামলাতে আলাদা মন্ত্রক খুলল এই দেশ

suicide
  • 1/10

কোভিড -১৯ মহামারি এবং তা রুখতে জারি করা লকডাউনের জেরে গোটা বিশ্বেই আত্মহত্যার প্রবণতা বেড়েছে, এমনটাই বলছে সমীক্ষা। দীর্ঘদিন লকডাউনের কারণে বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায়, হতাশা বেড়েছে অনেকেরই। চাকরি খুইয়েছেন বহু মানুষ। আর দিন আনি দিন খাই মানুষের দুর্দশার তো কোনও শেষ ছিল না। 
 

suicide
  • 2/10

গবেষণা বলছে, এর কারণে, এবং এতগুলো মাস ঘরবন্দি থাকায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। সঠিক সহায়তার অভাবে শেষপর্যন্ত আত্মহত্যার দিকে  ঝুঁকেছেন তাই অনেকেই। 

suicide
  • 3/10

এমনিতে দীর্ঘায়ুদের দেশ হলেও গত ১১ বছরের মধ্যে এই প্রথমবার আত্মহত্যার হার বৃদ্ধির পেয়েছে জাপানেও। আর এই সমস্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিল জাপান সরকার। 

Advertisement
suicide
  • 4/10

ভয়ঙ্করভাবে আত্মহত্যার ঘটনা বাড়ছে জাপানে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের অসংখ্য মানুষকে এখন কুরে কুরে খাচ্ছে একাকীত্ব- নিঃসঙ্গতা। নিয়ম করে বেড়ে যাচ্ছে আত্মহত্যার ঘটনা। উদ্বিগ্ন জাপান সরকার শেষপর্যন্ত পরিস্থিতি মোকাবিলায় আলাদা মন্ত্রক খুলতে বাধ্য হলো। নাম দিল একাকীত্ব মোকাবিলা মন্ত্রক।

suicide
  • 5/10

ব্রিটেনের পর এবারে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাকীত্ব মন্ত্রকের কথা ঘোষণা করলেন। দেশের প্রথম একাকীত্ব মন্ত্রী হলেন তেতসুশি সাকামোতো। বলাই বাহুল্য, জাপানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশবিদেশের মানুষ। 

suicide
  • 6/10

আধুনিক যুগে পাল্লা দিয়ে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের একাকীত্ব এবং অবসাদে ভোগার হার বাড়ছে বলেই জানাচ্ছেন মনোবিদরা। 
 

suicide
  • 7/10

তেতসুশি সাকামোতো জানিয়েছেন, "অবসাদ, একাকীত্ব কাটাতে যতরকমের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি, সেসবের ব্যবস্থা খুব শিগগিরই করব।"  তেতসুশি এর আগে জাপানের প্রাদেশিক অর্থনীতি এবং জন্মহার সংক্রান্ত মন্ত্রকের দায়িত্ব সামলাতেন । এই বিষয়ে সমস্ত দিক পর্যালোচনা করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সুগা । সামাজিকভাবে যারা একাকীত্বে ভুগছেন তাঁদের জন্য বিভিন্ন কার্যকলাপের ব্যবস্থা করবে জাপান সরকার । 

Advertisement
suicide
  • 8/10

জাপানের আগে ব্রিটেনে এরকম মন্ত্রক চালু করা হয়েছিল । ২০১৮ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ওই মন্ত্রক চালু করে ।

suicide
  • 9/10

জাপানকে একই সঙ্গে লড়তে হচ্ছে নাগরিকের বার্ধক্য জনিত সমস্যা এবং জন্মহার হ্রাস সমস্যার সঙ্গও। এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক বৃদ্ধের বাস জাপানে। হুহু করে কমছে জন্মহার। একারণে তরুণ প্রজন্মের থেকে সংখ্যায় ভারি হচ্ছে প্রবীণরা। তরুণ প্রজন্মের মধ্যেই বাড়ছে সামাজিক বিচ্ছিন্নতা বোধ। বাড়ছে একাকীত্ব। বাড়ছে আত্মহত্যার ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি এই সমস্যায় ভুগছে। এই কারণে মেয়েদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি বলে মনে করছেন তারা।
 

suicide
  • 10/10

গত বছর হটাৎ আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসতে বাধ্য হয় সরকার। করোনার দমবন্ধ পরিস্থিতির জন্য অবস্থার আরও অবনতি হয়েছে জাপানে। গত এগারো বছরের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে গত অক্টোবরে। ওই এক মাসেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ২১৫৩ জন জাপানি নাগরিক। ২০২০ সালে গোটা দেশে ২০,৯১৯ জন মানুষ নিজেকে নিজেই শেষ করে দিয়েছেন। এই পরিস্থিতি ভাবিয়ে তুলেছে জাপান সরকার। তাই পরিস্থিতি মোকাবিলায় নতুন এই উদ্যোগ নিল সরকার।

Advertisement