scorecardresearch
 
Advertisement
বিশ্ব

China Corona : চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 1/8

Corona Virus China ফের চিনে বাড়ছে করোনার সংক্রমণ। এই চিন থেকেই মারণ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলে দাবি বিশেষজ্ঞদের। তবে পরে কমে যায়। তবে নতুন করে সেখানে সংক্রমণ ছড়াচ্ছে। 

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 2/8

সংক্রমণ এই হারে বাড়ছে যে সেই দেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ পড়ুয়াকে আইলোশনে রাখা হয়েছে। 
 

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 3/8

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিনের নর্থ বেস্টন শহরে অবস্থিত এক বিশ্ববিদ্যালয়ে করোনার সংক্রমণের খবর সামনে এসেছে। 

Advertisement
চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 4/8

এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিন প্রশাসন। তাদের তরফে ওই বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ জনকে রাখা হয়েছে হোটেলে। 

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 5/8

করোনা ধরা পড়ার পর চিন সবথেকে দ্রুত গতিতে তার মোকাবিলা করে। ভ্যাকসিনেশন দেওয়ার পাশাপাশি দফায় দফায় লকডাউনও করে তারা। এখন বুস্টার ভ্যাতকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল চিনা প্রশাসন। তবে তার আগেই এই ঘটনা সামনে এল। 

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 6/8

এদিকে এই সংক্রমণের খবর সামনে আসার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, যে কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে ফের করোনার ভ্যাকসিনেশন সার্টিফেকট দেখাতেই হবে। না হলে অনুমতি মিলবে না। 

চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 7/8

 গতবছর চিন করোনায় লাগাম টানতে সক্ষম হয়েছিল। তবে নতুন করে এখন সেখানে সংক্রমণ বাড়ছে। যা শুধু চিনের নয়, গোটা বিশ্বের জন্য আতঙ্কের বলে মত বিশেষজ্ঞদের। 

Advertisement
চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
  • 8/8

চিন স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যা নিয়ে তারা সতর্ক।  

Advertisement