scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Biden Oath Ceremony: রাতেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প! থাকবেন না বাইডেনের শপথে

Biden Oath Ceremony
  • 1/10

আজ থেকে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। বাইডেনের জয়লাভের পর অসরকারিভাবে ডোনাল্ড ট্রাম্পের নামের আগে 'প্রাক্তন' বসেছিল ঠিকই। তবে শত হলেও তিনি মার্কিন প্রেসিডেন্ট। সেই পদে সরকারি সিলমোহর পড়তে চলেছে আজই।  

Biden Oath Ceremony
  • 2/10

ভারতীয় সময় সাড়ে ১০টা নাগাদ আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। তবে তার আগেই সন্ধ্যে সাড়ে ৬টায় স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট ছাড়বেন ট্রাম্প, এমনটাই জানিয়েছে এবিসি নিউজ চ্যানেল।

Biden Oath Ceremony
  • 3/10

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের তিন-চার ঘন্টা আগেই ওয়াশিংটন ডিসি ছাড়বেন সস্ত্রীক ট্রাম্প। এরপর সোজা ফ্লাইট ধরে সাড়ে ৯টায় চলে আসবেন ফ্লোরিডাতে, মার্কিন সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে।
 

Advertisement
Biden Oath Ceremony
  • 4/10

তবে প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়ী সম্বর্ধনাও দেওয়া হবে। ট্রাম্প অনুরাগীদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছে। ঠিক কারা কারা থাকবেন সেই অনুষ্ঠানে তা কিছু জানা যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্পকে গান স্যালুট দিয়ে স্বসম্মানে বিদায় জানান হবে।
 

Biden Oath Ceremony
  • 5/10

মার্কিনি ঐতিহ্য হল, বিদায় নেওয়ার আগে ভাবী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্ষমতা হস্তান্তর হয় সেখানেই। ওবামাও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু ট্রাম্প হাঁটছেন না সেই ঐতিহ্যর পথে। একথা অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন।
 

Biden Oath Ceremony
  • 6/10

যদিও ট্রাম্পকেও ঐতিহ্য মেনে বিদায় জানাবে না পেন্টাগন। মিলিটারি কায়দায় সেই বিদায় জানান হয়। দীর্ঘদিনের নিয়ম ভাঙবেন তাঁরাও। এর আগে ওবামা, জর্জ ডাব্লু বুশকে সম্মান জানান হয়েছিল। 
 

Biden Oath Ceremony
  • 7/10

হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মেম্বার্স ক্লাবে যাবেন প্রাক্তন প্রেসিডেন্ট, এমনটাই জানা গিয়েছে। এই ক্লাবের প্রাইভেট বিচ রয়েছে, এছাড়াও ১০টি গেস্ট রুম রয়েছে। যেখানে উঠবেন সস্ত্রীক ট্রাম্প। যদিও বেশিদিন সেখানে থাকলে সমস্যা হতে পারে।
 

Advertisement
Biden Oath Ceremony
  • 8/10

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বছরে ২১ দিনের বেশি সেখানে থাকলে চুক্তি বাতিল করতে পারে ওই ক্লাব। 
 

Biden Oath Ceremony
  • 9/10

যদিও ট্রাম্প অনুরাগীরা এই সসব চুক্তি মানতে নারাজ।প্রাক্তন হলেও প্রেসিডেন্ট তিনি। তাই তাঁদের আশা এ নিয়ম বদলাবে ।
 

Biden Oath Ceremony
  • 10/10

যদিও সুরক্ষা এবং যাতায়াতের জন্য মার্কিন নিয়ম অনুসারে বছরে ১০ লক্ষ ডলার পাবেন ডোনাল্ড ট্রাম্প। পাঁচ লক্ষ ডলার পাবেন মেলানিয়া।

Advertisement