scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ভয় নেই! বোঝাতে করোনার ভ্যাকসিন নেবেন ৩ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ বুশ
  • 1/6

করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ভারত সহ বিভিন্ন দেশে ভ্যাকসিন কী ভাবে বণ্টন করা হবে, তার রূপরেখা তৈরি হচ্ছে। আমেরিকাতেও টিকাকরণের তোড়জোড় শুরু। 

ওবামা, ক্লিন্টন ও বুশ
  • 2/6

দেশের মানুষ যাতে আত্মবিশ্বাসের সঙ্গে করোনার ভ্যাকসিন নেন, তার জন্য এগিয়ে এলেন ৩ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

ক্লিন্টন, ওবামা ও বুশ
  • 3/6

করোনা ভ্যাকসিন আমেরিকায় এলেই প্রথম ভ্যাকসিন নেবেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ বুশ। ভ্যাকসিন নিতে যাতে দেশবাসী ভয় না পান, তাঁরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে ভ্যাকসিন নেন, তার জন্যই তিন প্রাক্তন রাষ্ট্রনেতার এই পদক্ষেপ। 
 

Advertisement
ক্লিন্টন, ওবামা ও বুশ
  • 4/6

এই তিন প্রাক্তন প্রেসিডেন্টের ভ্যাকসিন নেওয়ার ভিডিয়ো শ্যুট করা হবে। ওবামার কথায়, 'আমি ভ্যাকসিন নেব। হয়তো তা টিভি-তে দেখানো হবে বা ভিডিয়ো তুলে রাখা হবে, যাতে মানুষের মনে হয়, আমি এই বিজ্ঞানে আস্থা রাখি।'

ক্লিন্টন, ওবামা, বুশ
  • 5/6

আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সহকারী ফ্রেডি ফোর্ড জানান, ৪৩তম মার্কিন প্রেসিডেন্টও সর্বসমক্ষে ভ্যাকসিন নেবেন। তাঁর কথায়, 'প্রথমত ভ্যাকসনিটি নিরাপদ, তার প্রমাণিত হতে হবে। তা হলে প্রাক্তন প্রেসিডেন্ট বুশও ভ্যাকসিন নেবেন। এবং তা ক্যামেরায় তুলে রাখা হলে সবচেয়ে আনন্দের বিষয়।'

ক্লিন্টন, ওবামা ও বুশ
  • 6/6

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভ্যাকসিনটি বাজারে এলেই ক্লিন্টন নেবেন। অবশ্যই স্বাস্থ্য আধিকারীকদের পরামর্শ মেনে। এবং তিনি সব আমেরিকানকেই বলবেন, ভ্যাকসিনটি নেওয়ার জন্য।

Advertisement