২০০ বছরের দীর্ঘ ব্রিটিশ শাসন অবসানের পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীনতা পায়। ভারত ছাড়ার আগে ব্রিটিশরা ভারতকে দু’টি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায়।
পাকিস্তানে ১৪ অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। ভারতের মত এবার পাকিস্তানেরও ছিল ৭৫তম স্বাধীনতা দিবস। তাই শনিবারই পাকিস্তানি সেনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় সেনা জওয়ানরা।
তবে ১৫ অগাস্ট দিনটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্য পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কঙ্গো, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বাহারিন ও লিচেনস্টেইনে স্বাধীনতা দিবস পালন করা হয় ১৫ অগাস্ট।
উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়া - ১৯৪৫ সালের ১৫ অগাস্ট ৩৫ বছরের জাপানি উপনিবেশকতা কাটিয়ে কোরিয়া স্বাধীনতা লাভ করে। যদিও বর্তমানে কোরিয়া উত্তর ও দক্ষিণ দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে। তা সত্ত্বেও প্রতি বছর ১৫ই অগাস্ট দিনটি দুটি দেশেরই বিশেষ ছুটির দিন। আর তাই বলাই বাহুল্য দুই কোরিয়ার স্বাধীনতা দিবস একই দিনে, আর তা হল ১৫ই অগাস্ট।
লিচটেনস্টাইন - বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিচটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই আগস্ট জার্মানির কাছ থেকে মধ্য ইউরোপের এই দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তে সুইজারল্যান্ড এবং উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে অস্ট্রিয়া। দেশটির আয়তন মাত্র ১৬০ বর্গ কিমি আর জনসংখ্যা ৪০,০০০ এর কাছাকাছি। এই দেশের রাজধানী হল ভাদুজ। এদিন লিচটেনস্টাইনের রাজপরিবারের সঙ্গে খানাপিনার উৎসবে মেতে ওঠে দেশের আমজনতা।
বাহারিন- বাহারিন হলো দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন কেন্দ্র। দেশটি ১৯৭১ সালের ১৫ই আগস্ট ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । এই দেশের বেশিরভাগ বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী। দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৫ লক্ষ। বাহরিনকে দেশকে মুক্তোর দেশ বলেও ডাকা হয়। বাহারিনের রাজধানী শহর মানামা। ব্রিটিশদের আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল বাহারিনে।
রিপাবলিক অফ কঙ্গো - রিপাবলিক অফ কঙ্গো আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত। এই দেশটি স্বাধীনতা লাভের পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬০ সালের ১৫ই অগাস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। রিপাবলিক অফ কঙ্গো ৮০ বছর ধরে ফ্রান্সের উপনিবেশে ছিল। ১৯৬০- ফরাসি অধীনতা থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছিল কঙ্গো। রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী ব্রাজাভিল্লি। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ৫২ লক্ষ।