scorecardresearch
 
Advertisement
বিশ্ব

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 1/6

প্রত্নতাত্ত্বিকদের একটি দল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ৩,৪০০ বছরের পুরনো একটি শহর আবিষ্কার করেছে। টাইগ্রিস নদীর তলদেশে হাজার হাজার বছরের পুরনো এই শহরের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 2/6

প্রত্নতাত্ত্বিকদের দলটি জানিয়েছে, তারা ইরাকের টাইগ্রিস নদীর তলদেশ থেকে একটি ৩,৪০০ বছরের পুরোনো শহরের অনেক অবশেষ খুঁজে পেয়েছে। ১৪৭৫ খ্রিস্টপূর্ব থেকে ১২৭৫ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে মিতান্নি সাম্রাজ্য এই বসতি স্থাপন করেছিল। টাইগ্রিস নদীর তীরে মসুল বাঁধে জল কম থাকায় এই শহরের আবিষ্কার সম্ভব হয়েছে।

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 3/6

পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে মাটির ইটের দেওয়াল, বেশ কয়েকটি টাওয়ার, বহুতল ভবন এবং অন্য নানা স্থাপত্যের নিদর্শন। মিতান্নি সাম্রাজ্যের এই প্রাচীন শহর নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে গবেষকদের মধ্যে। 

Advertisement
নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 4/6

প্রত্নতত্ত্ববিদ ড. ইভানা পুলজিজ জানিয়েছেন, যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেখান থেকে একথা পরিষ্কার যে, প্রতিটি বাড়িকে মাটির দেওয়াল দিয়ে যত্ন সহকারে ডিজাইন করা হয়েছিল। এই ডিজাইনের নাম কিউনিফর্ম। সেখানে কী লেখা আছে তা অনুবাদের জন্য পাঠানো হয়েছে। 

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 5/6

গবেষকরা জানাচ্ছেন, নদীর নিচে থাকলেও ওই মাটির দেওয়ালগুলো একদম ঠিকভাবে ছিল। ৮০ এর  দশকের গোড়ার দিকে এখানে মসুল বাঁধ নির্মিত হওয়ার সময় শহরটি বিলিন হয়ে যায়। কিন্তু খরার কারণে তা আবারও নদীর উপরে চলে আসে। 

নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
  • 6/6

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়ার আগে এই স্থানটি প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়নি। কিন্তু ডিসেম্বর থেকে এই অঞ্চলে তীব্র খরার ফলে প্রাচীন শহরের একটি অংশ আবার নদীর চড়ে জেগে ওঠে। 

Advertisement