দক্ষিণ আফ্রিকার গোসিয়ারি ধামারা সিটহোল। মহিলার বয়স ৩৭। গত ৭ জুন, একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন তিনি। এই জনের মধ্যে ৭ জন ছেলে ও ৩ জন মেয়ে।
মহিলা জানিয়েছেন, প্রসবের আগে তাঁকে চিকিৎসক জানিয়েছিলেন, ৬ জন সন্তান গর্ভে রয়েছে। কিন্তু, প্রসবের পর দেখা যায়, ১০ জনের জন্ম হয়েছে।
এদিকে ওই মহিলার স্বামী আশা করেছিলেন, তাঁর স্ত্রী ৮ সন্তানের জন্ম দেবে। চিকিৎসকদের অনুমান, তাঁরা ৬টি বাচ্চা মহিলার গর্ভে দেখতে পেলেও, সম্ভবত আর একটি টিউবে ৪ জন বাচ্চা ছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, ১০ জন বাচ্চাকে গোসিয়ারি ধামারা সিটহোলের জন্ম দেওয়া সহজ ছিল না। সেজন্য তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ, প্রতিটি বাচ্চাকে বাঁচানোই ছিল আসল চ্যালেঞ্জ।
গোসিয়ারি ধামারা আরও জানিয়েছেন, ১০ সন্তান পেটে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। সে কারণে বাড়তি সতর্কতা নিতে হয়েছিল। এখনও অসুবিধে হয়। কারণ, ১০ জনকে একসঙ্গে মানুষ করা সহজ কাজ নয়। তবে এখন তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ করেছিলেন গোসিয়ারি। তবে তাঁকে খুব কষ্ট পেতে হয়। পেট শরীরের তুলনায় অনেক বেশি মোটা হয়ে যায়। তাঁকে লাঠির সাহায্য নিয়ে হাঁটাচলা করতে হয়েছে।