Advertisement
বিশ্ব

SCO Summit Modi Putin: মোদীকে নিজের গাড়িতে তুলে নিলেন পুতিন, একসঙ্গে গেলেন মিটিংয়ে, কোন কূটনীতি?

SCO সামিটের মূল অধিবেশন শেষ
  • 1/9

SCO সামিটের মূল অধিবেশন শেষ। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক মোদীর। তার আগে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁরই গাড়িতে উঠতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। 

চকচকে কালো রঙের অওরুস(Aurus) গাড়ি
  • 2/9

ঠিক যেন দুই পুরনো বন্ধু! দৃশ্যটা দেখে অনেকে তাই বলছেন। সম্মেলন স্থলের বাইরেই দাঁড়িয়ে ছিল পুতিনের চকচকে কালো রঙের অওরুস(Aurus) গাড়ি। 

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে উঠলেন নরেন্দ্র মোদী
  • 3/9

বুলেটপ্রুফ, বিলাসবহুল লিমুজিন গাড়ি। তাতেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে উঠলেন নরেন্দ্র মোদী।
 

Advertisement
 পাশাপাশি বসলেন দু'জনে
  • 4/9

গাড়িতে একসঙ্গে পাশাপাশি বসলেন দু'জনে। হাসিমুখে আলাপচারিতা করতে দেখা গেল দুই রাষ্ট্রপ্রধানকে।

মানে খুঁজতে উঠে পড়ে লেগেছেন
  • 5/9

বিশ্লেষকরা অবশ্য এই ছবির অন্য় মানে খুঁজতে উঠে পড়ে লেগেছেন। তাঁরা বলছেন, ট্রাম্প ট্যারিফের আবহে মোদী-পুতিনের এই এক গাড়িতে চড়া খুবই তাৎপর্যপূর্ণ। 

একসঙ্গে পৌঁছন মোদী, পুতিন ও জিনপিং
  • 6/9

এদিন এসসিও সম্মেলনের স্থলেও একসঙ্গে পৌঁছন মোদী, পুতিন ও জিনপিং। এরপর একসঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের। 

 ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আবার আলাদা করে কিছুক্ষণ কথা
  • 7/9

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আবার আলাদা করে কিছুক্ষণ কথা বলেন মোদী। নিজের এক্স অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যতবারই দেখা হয়,, বেশ দারুণ লাগে!'
 

Advertisement
প্রধানমন্ত্রী মোদী এবং ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক
  • 8/9

তিয়ানজিনের রিটজ-কার্লটনে প্রধানমন্ত্রী মোদী এবং ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের ছবি।

রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে বলেন
  • 9/9

এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, 'কঠিন পরিস্থিতিতেও ভারত ও রাশিয়া সবসময়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। ইউক্রেনের সংঘর্ষের বিষয়ে আমরা সবরকম চেষ্টা করেছি। সাম্প্রতিক শান্তি চেষ্টার প্রশংসা জানাই। আশা করি দুই পক্ষই দ্রুত সংঘর্ষ থামানোর বিষয়ে এগিয়ে আসবে।'

Advertisement