দারিদ্র্যের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়’ ঘোষণা করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, তার দেশ থেকে দারিদ্র্য নির্মূল হয়ে গেছে পুরোপুরি।
চিনের দারিদ্র্য নির্মূল এবং রোল মডেল বিষয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন দাবি করলেন জিনপিং। এ অভিযানে যারা জড়িত ছিলেন এমন ব্যক্তিদের বৃহস্পতিবার পুরস্কৃতও করেন তিনি। বেজিংয়ে গ্রেট হলে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেশের সরকারি সংবাদমাধ্যম।
শি উন্নয়নশীল অন্যান্য দেশের সাথে ‘চীনের পদক্ষেপ’ শেয়ার করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এত অল্প সময়ে কোনো দেশই কোটি কোটি লোককে দারিদ্যের বাইরে নিয়ে আসতে পারেনি।
শি বলেন, মানুষের দ্বারা যে অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে। চিন গত বছর তার জনগণকে দারিদ্র্য সীমার ওপরে নিয়ে আসার দাবি করে বলেছিল, তাদের জনপ্রতি প্রতিদিনের আয় এখন ২.৩০ মার্কিন ডলার। বিশ্ব ব্যাঙ্কের বেঁধে দেয়া পরিমাণ থেকে এই আয় সামান্য বেশি। বিশ্বব্যাঙ্কের সর্বনিম্ন দিনপ্রতি আয় ধরা হয়েছে ১.৯০ মার্কিন ডলার।
করোনা মহামারির জেরে তীব্র মন্দায় ডুব দিয়েছে গোটা বৈশ্বিক অর্থনীতিই। ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি সব দেশই। এমনকী বড়সড় ধাক্কা খেয়েছে আমেরিকার মত বিত্তবান দেশও। খাঁড়া নেমে আসে চিনের উপরেও। এই সঙ্কটের কথা মাথায় রেখেও দেশের দারিদ্রতা নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মন্তব্য তাই দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে।
রাতারাতি কিভাবে মিটল দারিদ্রের সমস্যা, এই প্রশ্ন উঠছে। জিনপিং-এর এই দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে কয়েকমাস আগেও দেশের খাদ্য সংকট মেটাতে সেনাবাহিনীর খাদ্যতালিকা বদল করতে হয়েছিল চিনকে। কমানো হয়েছিল অতিরিক্ত খাদ্যও। সেক্ষেত্রে মাত্র কয়েকমাসের মধ্যে কিভাবে বদলালো পরিস্থিতি, তা নিয়েই ধন্দে বিশেষজ্ঞরা।
২০১৫ সালে শি জিংপিং দাবি করেছিলেন ২০২০ সালের মধ্যে দেশের দারিদ্রতা দূর করবেন তিনি। চিনের কমিউনিস্ট পার্টির অন্যতম লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ। সংশ্লিষ্ট দেশের প্রেসিডেন্টের দাবি নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। যদিও জিনপিং-এর দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
চিনের প্রেসিডেন্ট জিনপিং ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির নেতা হন ২০১২ সালে। এরপর থেকেই তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। জিনপিং-এর নেতৃত্বে গত আট বছরে প্রায় ১০ কোটি লোককে দারিদ্র্য মুক্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ২০১৫ সালে শি জিংপিং দাবি করেছিলেন ২০২০ সালের মধ্যে দেশের দারিদ্রতা দূর করবেন তিনি। চিনের কমিউনিস্ট পার্টির অন্যতম লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ। চিনা প্রেসিডেন্টের দাবি নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি।