scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Syria News: বাসনও ছাড়ছে না, সিরিয়ায় আসাদের বাসভবনে কেমন লুঠ চলছে? রইল সব ছবি

প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন
  • 1/10

সিরিয়ার(Syria) রাজধানী বিদ্রোহীর দখলে। প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। আর সঙ্গে সঙ্গেই তাঁর বাসভবনে ঢুকে দেদার লুটপাট চালালেন বীর বিদ্রোহীরা।

 লুট করার প্রতিযোগিতা
  • 2/10

ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্টের বাসভবনে শয়ে শয়ে বিদ্রোহী। লুট করার প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে।

ডিজাইনার পোশাক নিয়ে
  • 3/10

একজন মহিলাকে ডিজাইনার পোশাক নিয়ে প্রেসিডেন্টের বাসভবন থেকে বের হতে দেখা যাচ্ছে। মহিলার কাঁধে জামাকাপড়ের স্তূপ।

Advertisement
সেলফি
  • 4/10

অনেকে আবার বিছানায়, সোফায়, টেবিলে বসে সেলফিও তোলে।

জিনিসপত্র নিয়ে রীতিমতো টানাটানি
  • 5/10

জিনিসপত্র নিয়ে রীতিমতো টানাটানি করছেন।সর্বত্র জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

অন্ধকারে টর্চ জ্বালিয়ে
  • 6/10

কেউ কেউ আবার অন্ধকারে টর্চ জ্বালিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রের মধ্যে চুরি করার মতো কিছু আছে কিনা, সেটা খুঁজছে।

২০১১ সালে আন্দোলন শুরু হয়
  • 7/10

২০১১ সালে সিরিয়াতে গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। বাশার আল-আসাদ এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদী বলেন।

Advertisement
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ
  • 8/10

সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেয়। এতেই বিক্ষোভ আরও তীব্রতর হয়ে ওঠে। অচিরেই এই আন্দোলন একটি বড় সশস্ত্র সংঘর্ষের রূপ নেয়।

জয়ের উদযাপন
  • 9/10

ছবিগুলিতে দেখা যাচ্ছে, আন্দোলন শেষে জয়ের উদযাপন করছেন বিদ্রোহীরা।

প্রেসিডেন্টের ভবনে দেদার তছনছ, লুটপাট
  • 10/10

প্রেসিডেন্টের ভবনে দেদার তছনছ, লুটপাট চালাচ্ছেন। দামি কিছু পেলেই কাঁধে তুলে বেরিয়ে আসছেন।

Advertisement