scorecardresearch
 
Advertisement
বিশ্ব

OMG: ঝিলের ভিতর থেকে হঠাত্‍ উঠে এল আস্ত গ্রাম!

আবার
  • 1/8

স্পেনে ৩০ বছর আগের জল ডুবে যাওয়া গ্রাম আবার উপরে উঠে এসেছে। ১৯৯২ সালে বন্যায় এই গ্রামটি তলিয়ে যায়। 

জলস্তর
  • 2/8

কিন্তু যখনই এই এলাকায় জলস্তর খুব কম হয়, তখনই এই গ্রামটি দৃশ্যমান হয়। ছবিগুলোতে গ্রামটিকে হলিউড সিনেমার সেটের মতো দেখায়। (সব প্রতীকী ছবি)

অ্যাসেরেডো
  • 3/8

প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রামের নাম অ্যাসেরেডো,স্পেনের লোবোইস এলাকায় অবস্থিত। ১৯৯২ সালে, এখানে বসবাসকারী কয়েক ডজন পরিবারকে জলাধারের রাস্তা তৈরি করার জন্য জোর করে ভিটেমাটি ছাড়া করা হয়েছিল।

Advertisement
নিকটবর্তী
  • 4/8

অ্যাসেরেডো গ্রামটি পর্তুগালের জলবিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকার মধ্যে পড়ত। অতিরিক্ত জল ছাড়ার জেরে হঠাৎ করে স্থানীয় লিমিয়া নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে বন্যার জলে ভেসে যায় আশপাশের এলাকা। লিন্ডোসো জলাধারের মুখে অবস্থিত অ্যাসরেডো গ্রামটিও এই বন্যার কারণে তলিয়ে গেছে।

জায়গায়
  • 5/8

স্থানীয় প্রশাসন গ্রামের লোকজনকে অন্য জায়গায় সরে যেতে আবেদন করলেও তাঁরা রাজি হননি। পরে তাঁদের গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। 

লিন্ডোসো
  • 6/8

গ্রামের শত শত মানুষ দেশান্তরী হতে বাধ্য হন। তখন থেকে অ্যাসেরেডো গ্রামটি জলের নিচে আছে। বর্তমানে লিন্ডোসো জলাধারে জলের স্তর খুব কম হয়ে গিয়েছে।

স্থানীয়দের
  • 7/8

কাকতলীয় ভাবে অ্যাসেরেডো গ্রাম আবার উপরে উঠে এসেছে। স্থানীয়দের মতে এটি ভূতুড়ে গ্রাম। কারণ বেশিরভাগ সময় জলের নিচে গ্রামটি ছিল। 

Advertisement
গ্রামের
  • 8/8

অ্যাসেরেডো গ্রামে এখন পাথরের কাঠামো, বাড়ি ভাঙা ছাদ, গ্রামের রাস্তা ইত্যাদি রয়েছে। তবে সবকিছু জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

Advertisement