scorecardresearch
 
Advertisement
বিশ্ব

'সেনা পাঠালে ফল ভাল হবে না!' ভারতকে হুঁশিয়ারি তালিবানের

ভারত
  • 1/7

ভারত আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না। কার্যত এমনটাই হুঁশিয়ারি দিল তালিবানের মুখপাত্র মহঃ সুহেল শাহিন। সংবাদসংস্থা এএনআইকে একথা জানিয়েছে তিনি।

সাক্ষাৎকারে
  • 2/7

সাক্ষাৎকারে তিনি জানান, ভারত আফগানিস্তানে সেনা পাঠালে আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে যারা সেনা পাঠিয়েছে তাদের অবস্থা দেখেছে ভারত। 

পাশাপাশি
  • 3/7

পাশাপাশি অফগানিস্তানে ভারতের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তিনি জানান,  বাঁধ,আফগানিস্তানের জনগণের উন্নয়ন, পুনর্গঠন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারতের করা সব প্রকল্পকে প্রশংসা করি। 

Advertisement
মহঃ সুহেল
  • 4/7

মহঃ সুহেল শাহিন জানানস প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনও সন্ত্রাসী কার্যকলাপের জন্য আফগানিস্তানের জমি ব্যবহার করতে দেওয়া হবে না। এটা নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

তালেবান
  • 5/7

তালিবান মুখপাত্র ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের খবরের বিষয়ে বলেন, এটা সম্পর্কে তিনি নিশ্চিত নন। তবে দোহার বৈঠকে সব দেশের সঙ্গে ভারতীয় প্রতিনিধিরাও ছিলেন। তবে ভারতের সঙ্গে আলাদা করে আলোচনা হয়নি বলে জানা আছে। 

গুরুদুয়ারা
  • 6/7

গুরুদুয়ারা থেকে নিশান সাহেব সরানোর বিষয়ে এই তালিবান নেতা জানান, আমরা এটা করিনি। শিখ সম্প্রদায়ের লোকেরা সেটা করেছেন। আমরা তা জানার পরে সেখানে প্রতিনিধি পাঠিয়ে আশ্বস্ত করি। পুনরায় নিশান সাহে সেখানে স্থাপন করা হয়।
 

পাশাপাশি
  • 7/7

পাশাপাশি পাকিস্তানি কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি অস্বীকার করেন।  তিনি আরও বলেন, আমরা কোনো দেশের দূতাবাস বা কূটনীতিককে টার্গেট করব না।

Advertisement