scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 1/8

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবারও নিশানায় স্কুল পড়ুয়ারা। টেক্সাসের একটি স্কুলে বন্দুকবাজের নৃশংস হামলার শিকার হতে হয়েছে ১৯ জন নিষ্পাপ শিশুকে।

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 2/8

জানা যাচ্ছে, এই হামলায় আহত হয়েছেন অনেকে। টেক্সাসের ওই স্কুলে হামলায় ৩ শিক্ষককেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 3/8

তবে মার্কিন মুলুকে অতীতেও এমন ভয়াবহ বন্দুকবাজের হামলা হয়েছে, যেগুলি কেড়ে নিয়েছে অসংখ্য নিরিহ প্রাণ। গত ১০ বছরে আমেরিকার স্কুলগুলিতে ঘটে যাওয়া ভয়াবহ কয়েকটি আততায়ী হামলার সম্পর্কে জেনে নেওয়া যাক...

Advertisement
Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 4/8

আজ থেকে প্রায় ১০ বছর আগে, ২০১২ সালে, আমেরিকার নিউ টাউনের স্যান্ডি হুক স্কুলে একই রকম ভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ওই হামলায় ২৬ জন মারা যায়, যার মধ্যে ২০টি শিশুও ছিল।

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 5/8

এর পর ২০১৬ সালে টেক্সাসের আলপাইন স্কুলে বন্দুকবাজের হামলায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 6/8

২০১৮ সালে, টেক্সাসের সেন্ট ফে স্কুলে বন্দুকবাজের হামলায় শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলায় আততায়ীর বয়স ছিল ১৭ বছর। 

Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 7/8

এর পরে, গত বছর অর্থাৎ ২০২১ সালে, টেক্সাসের টিম্বারভিউ স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ। এখানেও হামলাকারী অনেক নিরীহ মানুষকে হত্যার উদ্দেশ্য নিয়ে এসেছিল।

Advertisement
Texas School Shooting: গত এক দশকে আমেরিকার স্কুলে বেড়েছে বন্দুকবাজের হানা, একনজরে
  • 8/8

কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তেমন ক্ষতি করতে পারেনি। তবে তার গুলিতে কেউ নিহত না হলেও বহু মানুষ আহত হন। 

Advertisement