বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এবং গণতন্ত্র পীঠস্থান আমেরিকাতে অবশেষে প্রেসিডেন্ট নির্বাচন সমাপ্ত। ভোটগ্রহণের ৪ দিন পর অবশেষে ট্রাম্পকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন জো বাইডেন। ডেমোক্র্যাটিক বাইডেন হতে চলেছেন আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি। সেইসঙ্গে এই প্রথম মার্কিন মুলুক পেতে চলেছে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এখন জোর আলোচনা চলছে বাইডেনের প্রশাসন ও তার শিবিরে কারা থাকবেন তা নিয়ে। শোনা যাচ্ছে বাইডেন প্রশাসনে বেশ কয়েকজন ভারতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।
চিকিৎসক বিবেক মূর্তি:
রাষ্ট্রপতি নির্বাচনের ছবি স্পষ্ট হওয়ার কয়েক ঘন্টা পরেই বাইডেন শিবির জানিয়ে দেয় তাদের প্রাথমিক কাজই হবে করোনা মহামারিকে লাগাম পরানো। বাইডেন এই কর্মকাণ্ডের জন্য একটি টাস্কফোর্স গঠন করবেন বলে ঘোষণা করেছেন। আর সেই টাস্ক ফোর্সের সদস্য হতে চলেছেন প্রবাসী চিকিৎসক বিবেক মূর্তি।
কেবল বাইডেন নয়, বারাক ওবামারও পছন্দের পাত্র ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক মূর্তি। ওবামার জমানায় ২০১৪ সালে আমেরিকার ১৯তম সার্জেন জেনারেল পদে নিয়োগ করা হয়ছিল বিবেককে।
রাজ চেট্টি:
তবে কেবল চিকিৎসক বিবেক মূর্তি নন, জো বাইডেনের উপদেষ্টা দলে স্থান পেতে চলেছেন আরেক প্রবাসী ভারতীয়ও। শোনা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ রাজ চেট্টিও রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের উপদেষ্টা দলে। কারণ, অর্থনীতি নিয়ে রাজ চেট্টির মতামতকে বরাবরই গুরুত্ব দিয়ে থাকেন বাইডেন।
অমিত জানি:
অমিত বাইডেনের টিমের রাজনৈতিক প্রচারক ছিলেন। এই ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ ভারতীয়দের বাইডেনের বিষযে সমর্থনে বড় ভূমিকা নিয়েছিলেন। অমিত জানি আমেরিকায় ভোট মেরুকরণে বিশেষ পারদর্শী। তবে সবচেয়ে মজার বিষয় হল, অমিত জানি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক।
বিনয় রেড্ডি:
বিনয় রেড্ডি মঞ্চে জো বিডেনের জন্য বক্তৃতা প্রস্তুতের দায়িত্বে ছিলেন। সুতরাং বিডেনের সাথে তাদের নৈকট্য সহজেই অনুমেয়। তিনি যে টিম বিডেনের অন্তর্ভুক্ত তা আলাদা করে আর বলার নেই।
সঞ্জীব জোশীপুরা:
তাঁর মূল কাজটি ছিল বাইডেন এবং কমলা হ্যারিসের জন্য ভারতীয়দের সমর্থন বাড়ানো। সঞ্জীব জোশীপুরা ' ইন্ডিয়ান ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল' এর আদলে গঠিত 'সাইথ এশীয় ফর বাইডেন' সংগঠনটির সভাপতি। এটি গঠনের মূল উদ্দেশ্য ছিল সমর্স্ত ধর্ম ও বর্ণের ভারতীয়দের ভোট এককাট্টা করা।
সাব্রিনা সিং:
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস ভারতীয়-আমেরিকান সাব্রিনা সিংকে তার প্রেস সেক্রেটারি হিসাবে বেছে নিয়েছিলেন। সাব্রিনার বিশেষত্ব হল আমেরিকান রাজনীতি সম্পর্কেও তাঁর গভীর উপলব্ধি।