Pakistani Soldiers Killed: পাক সেনার কনভয়ে বড়সড় জঙ্গি হামলা, প্রচুর মৃত্যু

জঙ্গিদের হামলার মুখে পড়ল পাক সেনা। এ বার আফগান সীমান্তসংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার। তাদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

Advertisement
পাক সেনার কনভয়ে বড়সড় জঙ্গি হামলা, প্রচুর মৃত্যু
হাইলাইটস
  • এ দিন পাকিস্তান আর্মির কনভয় এগচ্ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্ম জেলার মধ্য দিয়ে দিয়ে
  • সেখানে প্রথমে রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে
  • বিপুল সংখ্যক জঙ্গি গুলিবর্ষণ শুরু করে সেই কনভয়ে

আবার জঙ্গিদের হামলার মুখে পড়ল পাক সেনা। এ বার আফগান সীমান্তসংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার। তাদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই আক্রমণে ৯ জওয়ান ও ২ জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে সূত্রের মারফত জানা গিয়েছে।  


কী হয়েছিল? 
এ দিন পাকিস্তান আর্মির কনভয় এগচ্ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্ম জেলার মধ্য দিয়ে দিয়ে। সেখানে প্রথমে রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে। এখানেই শেষ হয়নি হামলা। এর পর বিপুল সংখ্যক জঙ্গি গুলিবর্ষণ শুরু করে সেই কনভয়ে। তার ফলেই ১১ জন সেনা প্রাণ হারায় বলে জানিয়েছে রয়টার্স। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। 

ব্লাস্ট

মারা দিয়েছে সন্ত্রাসবাদীও
পাকিস্তানের তরফে সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে ১৯ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। আরও যদি কেউ এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকে, সেটারও খোঁজ চলছে। তাদেরও যোগ্য শাস্তি দেওয়া হবে।

চারিদিকে রয়েছে সমস্যা
আসলে অনেকদিন ধরেই ঘরের ভিতরের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান। এই যেমন পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন খুবই খারাপ। এই অঞ্চলটি মাঝে মধ্যেই স্বাধীনতার দাবিতে উত্তপ্ত হয়েছে। এখানকার বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান সেনা। আর এমনটা হওয়ার পিছনেও পাক সেনার দোষ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে তারা সাধারণ মানুষের উপর রোজ রোজ অত্যাচার করে। তাদের গুলিতে প্রাণ হারায় অনেক নিরস্ত্র মানুষ। তার পাল্টা হিসাবে সেনার উপর আক্রমণ চালায় সেখানকার বিদ্রোহীরা। 

ও দিকে আবার আফগানিস্তানের নয়া তালিবান সরকারের সঙ্গেও খারাপ সম্পর্ক মুনির এবং শেহবাজের। যার ফলে মাঝে মধ্যেই আফগানিস্তান সীমান্তেও মাঝে মধ্যেই হামলার শিকার হয় পাকিস্তান সেনা। তার ফলেও প্রচুর সেনা প্রাণ হারায়।

আর এই ধরনের খবর রোজই সামনে আসছে। সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পাক সেনা। তারা কিছুতেই এই ধরনের অ্যাটাকের বিরুদ্ধে কিছু করতে পারছে না।

Advertisement

 

POST A COMMENT
Advertisement