Balochistan: পাকিস্তানের বালুচিস্তানে এলোপাথাড়ি গুলি, নিহত ২০ খনি শ্রমিক

বৃহস্পতিবার গভীর রাতে বন্দুকধারীরা দুকি জেলার কয়লাখনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

Advertisement
পাকিস্তানের বালুচিস্তানে এলোপাথাড়ি গুলি, নিহত ২০ খনি শ্রমিকপাকিস্তানের বালুচিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ২০ খনি শ্রমিক
হাইলাইটস
  • নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে চারজন আফগান
  • হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা ২০ জন খনি শ্রমিককে গুলি করে হত্যা করেছে। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। অশান্ত বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে মারাত্মক হামলা। এই হামলা এমন সময়ে ঘটল যখন আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে একটি বড় নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুলিশ কর্মকর্তা হামায়ুন খান নাসির জানান, বৃহস্পতিবার গভীর রাতে বন্দুকধারীরা দুকি জেলার জুনাইদ কয়লা কোম্পানির কয়লাখনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে চারজন আফগান। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। স্থানীয় কর্তৃপক্ষ জেলা হাসপাতালে ২০ জনের মৃতদেহ নিয়ে গিয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই সেই এলাকা যেখানে বিপুল সংখ্যক বিচ্ছিন্নতাবাদী নেতা বাস করেন এবং স্বাধীনতা দাবি করেন। তাঁদের অভিযোগ যে পাকিস্তান সরকার অন্যায়ভাবে তেল এবং খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান স্থানীয় জনগণকে শোষণ করছে।

সোমবার, বালুচ লিবারেশন আর্মি নামে একটি দল বলেছে যে তারা পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চিনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। পাকিস্তানে হাজার হাজার চিনা কাজ করেন, তাঁদের বেশিরভাগই বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত কর্মচারী।

ইসলামাবাদ আগামী সপ্তাহে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে। সেই সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যাবেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও।

POST A COMMENT
Advertisement