কানাডায় 'জয় হিন্দ'! খালিস্তানি জঙ্গিনেতা হত্যায় ধৃত ৪ ভারতীয়েরই জামিনখালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার দায়ে অভিযুক্ত চার ভারতীয় নাগরিককে কানাডার একটি আদালত জামিন দিয়েছে। অভিযুক্ত চার ভারতীয় নাগরিক হলেন-করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। তাঁদের হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। মামলাটি এখন কানাডার সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়েছে। যার পরবর্তী শুনানি ১১ ফেব্রুয়ারি হবে।
হরদীপ সিং নিজ্জর ছিলেন শীর্ষ খালিস্তানপন্থী নেতা। ২০২৩ সালের জুন মাসে কানাডার সারেতে তাঁকে হত্যা করা হয়েছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন যে নিজ্জর হত্যার সঙ্গে ভারতের যোগ রয়েছে। তারপরেই এই মামলাটি বিশ্বের অন্য দেশেরও নজর কাড়ে। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ যদিও ভারত খারিজ করে দিয়েছে। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
২০২৪ সালের মে মাসে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) কানাডার বিভিন্ন অংশ থেকে চার ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছিল। করণ ব্রার ও কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং, এই তিনজনকে 'K গ্রুপ' বলা হয়েছিল। কারণ তাঁদের নাম ইংরেজির K অক্ষর দিয়ে শুরু। এরা সবাই ভারতীয়, যারা কানাডার এডমন্টনে বসবাস করছিলেন। প্রাথমিক শুনানির সময় প্রসিকিউশন নিজ্জরের হত্যার সঙ্গে এই ৪ জনের জড়িত থাকার কোনও প্রমাণ দিতে পারেনি।
এর পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। সেই থেকে ভারত ও কানাডার সম্পর্ক উত্থান-পতনে পূর্ণ। ট্রুডো এবং তাঁর দলের বিরুদ্ধে খালিস্তানিদের প্ররোচিত করতে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ করে ভারত। এই বছরের জানুয়ারিতে কানাডার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোডি থমাস বলেছিলেন যে নিজ্জর হত্যার তদন্তে কানাডাকে সহযোগিতা করছে ভারত। নিজ্জর ছিল একজন খালিস্তানি জঙ্গি। সে ছিল খালিস্তান টাইগার ফোর্সের প্রধান। তিনি গত কয়েক বছর ধরে কানাডায় বসবাস করছিল এবং সেখান থেকে ভারতের বিরুদ্ধে খালিস্তানি সন্ত্রাসবাদে ইন্ধন জোগাচ্ছিল।