রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ফের একবার ভয়ঙ্কর রূপ নিল। গত ক'য়েক দিনে ইউক্রেনের ওপর তীব্র আক্রমণ চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার অন্তত ২০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ১৮টি ছিল মস্কো-শাসিত ক্রিমিয়া অঞ্চলে। সাম্প্রতিক বিমান হামলায় ইউক্রেনের ১৪টি অঞ্চলে রাশিয়া ৫০০-রও বেশি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী অনেক আক্রমণ ব্যর্থ করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার পরিবার, আহত হয়েছেন বহু মানুষ। শুধু জাপোরিঝিয়া শহরেই প্রায় ২,৫০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ৪০ জনেরও বেশি আহত, যাদের মধ্যে শিশুও রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাপোরিঝিয়া, লুটস্ক ও ডিনিপ্রো শহরে। বিদ্যুৎকেন্দ্র, আবাসিক ভবন ও পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পাল্টা আঘাত
ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়া-অধিকৃত ক্রাসনোদার ও সিজরান অঞ্চলের তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়। সামরিক গোয়েন্দাদের দাবি, ওইসব শোধনাগারে আগুন ধরে গেছে।
জেলেনস্কির বার্তা
রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক মহলে যুদ্ধ বিষয়ক বৈঠকের আগেই ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে মস্কো। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর জ্বালানি ও ব্যাঙ্কিং নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
প্রাক্তন পার্লামেন্ট স্পিকারের হত্যাকাণ্ড
এই অস্থির পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে সংঘটিত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি একে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হত্যাকারীর সন্ধানে ইতিমধ্যেই বিশেষ বাহিনী তদন্তে নেমেছে।