ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপিন্স। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৯। যার জেরে ইতিমধ্যেই ৬৯ জন প্রাণ হারিয়েছেন। আহত ১৫০-এর বেশি বলে রয়টার্স জানিয়েছে। তবে মৃত ও আহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারেও বলেও আশঙ্কা করা হচ্ছে সেই দেশের প্রশাসনের তরফে।
এই প্রসঙ্গে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগোর উত্তরপূর্বে ১৭ কিমি দূরে। এটি একটি সমুদ্রতীরবর্তী শহর। এখানে মোটামুটি ৯০ হাজার মানুষ বসবাস করেন। এটি অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থল। আর এখানেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। যার ফলে এই অঞ্চলটি সহ একটা বিস্তির্ণ অঞ্চলজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। শহর ও গ্রামে ভেড়ে পড়েছে অসংখ্য বাড়ি। মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে।
যতদূর খবর, এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগে অঞ্চলটি। এখানে ১৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখানকার পাহাড়ি অঞ্চলে ভূমিতে ধস নেমেছে। যার ফলে চাপা পড়ে গিয়েছে অসংখ্য ঝুপড়ি। উদ্ধারকারীদের কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়া হাসপাতালও আহতদের ভিড়ে ভরে গিয়েছে। যার ফলে সেখানেও পরিষেবা মিলতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।
এমন পরিস্থিতি নিজেদের সামর্থমতো জোরকদমে কাজ করছে প্রশাসন। সমস্ত রকম যন্ত্র ব্যবহার করে চলছে উদ্ধারকাজ। আর প্রশাসন মনে করছে, এখনও অনেকেই ভাঙা বাড়ি বা মাটির তলায় চাপা পড়ে রয়েছে।
স্যান রিমিজিও শহরেও বাড়ছে মৃতের সংখ্যা
ফিলিপিন্সের স্যান রিমিজিও শহরেরও বাড়ছে আহত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই সেই অঞ্চলের ৬ জন মৃত বলে জানিয়েছে প্রশাসন। এদের মধ্যে রয়েছে ৩ জন কোস্ট গার্ড, ১ দমকলকর্মী এবং ১ শিশু। তাই এই শহরের উপ মেয়র অ্যালফি রেইনেজ সাহায্য চেয়েছেন সরকারের থেকে।
তিনি বলেন, 'আমাদের জল সরবরাহ ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অধিবাসীদের জন্য খাবার ও পরিশ্রুত জল প্রয়োজন।'
খুবই ভয়ঙ্কর দৃশ্য
বোগের প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের অভিঘাত ছিল খুবই জোরাল। বাড়ি-ঘর থরথর করে কাঁপতে থাকে। এমনকী রাস্তায় ফাঁটল দেখা দেয়। যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের রাস্তায় নেমে আসতে দেখা যায়।
বর্তমানে স্বজন হারানোর কান্নায় ভাসছে গোটা অঞ্চল। অনেকেরই নিকটজন প্রাণ হারিয়েছেন। কিছুজনের পরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে।