HMPV Virus In China: চিনে নতুন ভাইরাসে মহামারি? হাসপাতালে থিকথিকে ভিড়ের VIDEO VIRAL

HMPV Virus In China: ইনফ্লুয়েঞ্জা A,  HMPV, মাইকোপ্লাজমা নিউমোনিয়া নাকি COVID 19, একাধিক রেসপিরেটরি ভাইরাস ছড়াচ্ছে বলে দাবি করা হচ্ছে ওই ভিডিওগুলিতে। কোভিডের সঙ্গে এইচএমপিভি-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে।

Advertisement
চিনে নতুন ভাইরাসে মহামারি? হাসপাতালে থিকথিকে ভিড়ের VIDEO VIRALছবিটি প্রতীকী
হাইলাইটস
  • আবার কোন ভাইরাস ছড়াচ্ছে? 
  • ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা
  • চিনের হাসপাতালগুলিতে ব্যাপক ভিড় রোগীদের

HMPV Virus In China: COVID 19-এর মতো ফের একটি ভাইরাস মহামারির রূপ নিচ্ছে চিনে? সোশ্যাল মিডিয়ায় চিনের বেশ কিছু ছবি, ভিডিও অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড়, মুখে মাস্ক, চলছে টেস্ট, এই ধরনের একাধিক ভিডিও চিন থেকে ভাইরাল হচ্ছে। 

আবার কোন ভাইরাস ছড়াচ্ছে? 

ইনফ্লুয়েঞ্জা A,  HMPV, মাইকোপ্লাজমা নিউমোনিয়া নাকি COVID 19, একাধিক রেসপিরেটরি ভাইরাস ছড়াচ্ছে বলে দাবি করা হচ্ছে ওই ভিডিওগুলিতে। কোভিডের সঙ্গে এইচএমপিভি-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এমনকী চিন বা WHO-এর তরফেও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। যদিও ভিডিওগুলি বেশ ভয় ধরাচ্ছে। এখনও পর্যন্ত খবর, ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

চিনের হাসপাতালগুলিতে ব্যাপক ভিড় রোগীদের

ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, চিনের হাসপাতালগুলিতে ব্যাপক ভিড় রোগীদের। কিছু সূত্র জানাচ্ছে, কোনও একটি ভাইরাস মাথাচাড়া দিয়েছে। এবং সেই ভাইরাস করোনার মতোই শ্বাসনালীতে সংক্রমণ ঘটাচ্ছে। ২০১৯ সালের শেষের দিকে COVID-19 ভাইরাস ছড়াতে শুরু করেছিল। ২০২০ সালে তা গোটা বিশ্বে অতিমারির রূপ নিয়ে নেয়। পরবর্তীকালে ২০২১, ২০২২ সালেও বিশ্বজুড়ে মৃত্যুমিছিল দেখা গিয়েছে। ধীরে ধীরে অতিমারির প্রকোপ কমেছে। পরে WHO ঘোষণা করে দেয়, করোনা অতিমারি থেমেছে। 

টানা প্রায় ৩ বছর করোনা ভাইরাসের দাপট কাটিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশ, তখন চিন থেকে ছড়িয়ে পড়া ভিডিওগুলি নয়া ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি করছে।  

TAGS:
POST A COMMENT
Advertisement