Rocket Attack in Kabul: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিদ্যুৎ স্টেশনের কাছে বিস্ফোরণ। সেখানে রকেট দিয়ে হামলা করা হয়েছে। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। ওই ঘটনায় আহত-নিহতের ব্য়াপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কাবুলের এক বিদ্যুৎ স্টেশনের কাছে ওই হামলা হয়েছে। এর কারণে সেটা প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
অগাস্টে হয়েছিল হামলা
এর আগে ২৬ অগাস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে বিস্পোরণ হয়েছিল। সেখানে মারা গিয়েছিলেন আমেরিকার ১৩ জন সৈন্য। মোট ১০০ জনের বেশি মারা গিয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে আইএস-কে জড়িত বলে দায় নিয়েছিল।
সে সময় আমেরিকা, ইংল্যান্ড, ভারত-সহ বিভিন্ন দেশ সে দেশে থেকে নিজেদের নাগরিকদের নিজেদের দেশে ফিরিয়ে আনছিল। হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর আমেরিকা হামলা চালিয়েছিল বলে খবর।
কী জানিয়েছিল তালিবান?
তালিবানদের অন্যতম শীর্ষনেতা মোল্লা খেরুল্লাহা খানখাহ জানান, তাঁরা আফগানিস্তানের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সেই ঘোষণ করে দিয়েছেন। তাই কারও ভয় পাওয়ার দরকার নেই।
অন্য এক শীর্ষ নেতা জানাচ্ছেন
তালিবানের আর এক শীর্ষ নেতা আবদুল সালাম হনফি বলেন, আমরা আফগানিস্তানের সব মানুষকে ভরসা দিতে চাই। কারও কোনও ক্ষতি হবে না। সব মানুষকে সুরক্ষা দেওয়া হবে। আর তাঁদর সব রকমের সুবিধা দেওয়া হবে।
আবদুল সালাম হনফি আরও জানিয়েছিলেন, তারা দুনিয়ার সবাইকে জানাতে চান, এখাকার নাগরিকেরা সুরক্ষিত থাকবেন। কোনও দেশের বিরুদ্ধে নিজেদের দেশের জমি ব্যবহার করা হবে না। সবাইকে একসঙ্গে নিয়ে তলা হবে।
তালিবানি ভয়
দিন কয়েক আগেকার দৃশ্য। যা কাঁপিয়ে তুলেছিল সারা দুনিয়াকে। বিমান থেকে ঝুলছে দু'জন। আর একটু পরেই তারা পড়ে যাবে। নিজের দেশ ছাড়তে বাধ্য তারা। কারণ দেশ চলে গিয়েছে তালিবানদের হাতে। তাদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে পড়েছিলেন চলন্ত বিমানে।