
ইসলামাবাদ বিস্ফোরণমঙ্গলবার আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান। এই বিস্ফোরণ ঘটে ইসালামাবাদ কোর্টের বাইরে। তাতে ১২ জনের প্রাণ গিয়েছে বলে খবর। আর সেই বিস্ফোরণের দায়ভার এখন দিল্লির দিকে ঠেলতে ব্যস্ত পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর দাবি, এই হামলার পিছনে ভারতের হাত রয়েছে।
তবে শুধু ইসলামাবাদের হামলাই নয়, সোমবার আফগানিস্তানের সীমানা লাগোয়া ওয়ানার ক্যাডেট কলেজে যে বিস্ফোরণ ঘটে, তাঁর পিছনেও মোদী সরকারের কারসাজি রয়েছে বলে দাবি করেছেন তিনি।
শারিফ অভিযোগ করেন, ভারত ষড়যন্ত্র করে পাকিস্তানের দুই জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। পাকিস্তান সরকারের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তানে তিনি বলেন, 'পাকিস্তানকে অস্থির করার জন্য এটা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি অংশ।'
দাবি উড়িয়েছে ভারত
যদিও পাকিস্তানের এই সব দাবিকে পাত্তাই দেয়নি ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ার বলেন, 'পাকিস্তানের নেতাদের ভিত্তিহীন সব দাবিকে উড়িয়ে দিচ্ছে ভারত। এটা পাকিস্তানের বহুদিনের কৌশল। তারা ভারতের নামে মিথ্যে প্রচারের মাধ্যমে নিজের দেশের নাগরিকদের ভুলিয়ে রাখে। আন্তর্জাতিক সমাজ এই বিষয়টা সম্পর্কে ভালই জানে। তারা পাকিস্তানের মিথ্যে মাথায় নেবে না।'

চোরের মায়ের বড় গলা
মাথায় রাখতে হবে, সারা পৃথিবী জানে যে পাকিস্তান হল জঙ্গিদের স্বর্গরাজ্য। এখনেই জঙ্গিরা ট্রেনিং পায়। তারপর বিভিন্ন দেশে গিয়ে হামলা চালায়। আর সেই পাকিস্তানই এখন আবার নিজের দেশের সমস্যার জন্য ভারতের দিকে আঙুল তুলছে। তাতেই অবাক সকলে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান নিজের হাতেই নিজের শত্রুকে লালনপালন করেছে। তারা যেই সব জঙ্গিদের ট্রেনিং দিয়েছে, তাদের একাংশই এখন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যার ফলে ঘরের মধ্যেই বিপদ বাড়ছে পাকিস্তানের।
ও দিকে পাকিস্তান অবশ্যই বরবারের মতো এখনও নিজের ভুল দেখতে নারাজ। বরং তারা ভারতের দোষ খুঁজতেই ব্যস্ত। তাদের মতে, তেহেরিক-ই তালিবানই এই ধরনের হামলার পিছনে রয়েছে। আর এই গোষ্ঠী নাকি ভারতের হাতের পুতুল। ভারত যা বলে তাই নাকি করে এই গোষ্ঠী।
শেহবাজের দাবি, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা ইসলামাবাদে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ওয়ানার হামলার সঙ্গেও ভারতের যোগ রয়েছে বলে জদাবি করেছেন তিনি।
তাঁর কথায়, 'কোনও নিন্দাই এই জন্য যথেষ্ট নয়। ভারতের প্ররোচনাতেই আফগানিস্তানের মাটি থেকে এই সব হামলা হচ্ছে।'
যদিও ভারত এই সব কথায় একবারেই পাত্তা দিতে রাজি নয়।