Israeli Strikes Gaza: ট্রাম্পকে 'বুড়ো আঙুল', হঠাত্‍ গাজায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, আরও মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণেও কাজ হল না। নতুন করে ফের গাজা আক্রমণ করল ইজরায়েল। আর সেই আক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার ফলে আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement
ট্রাম্পকে 'বুড়ো আঙুল', হঠাত্‍ গাজায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, আরও মৃত্যু
হাইলাইটস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণেও কাজ হল না
  • নতুন করে ফের গাজা আক্রমণ করল ইজরায়েল
  • আক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণেও কাজ হল না। নতুন করে ফের গাজা আক্রমণ করল ইজরায়েল। আর সেই আক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার ফলে আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, বহুদিন ধরেই ইজরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধ বন্ধে সচেষ্ট ট্রাম্প। তাই সম্প্রতি তিনি ২০ দফা প্রস্তাবও এনেছেন শান্তির পক্ষে। সেই প্রস্তাবে প্রথমেই সম্মতি দিয়েছিল ইজরায়েল। অন্যদিকে হামাসকে সেই দাবি মানার জন্য হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেটা না মানলে চরম পরিণতি সইতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

আর তাতেই কাজ হয়। আজ হামাসও সেই প্রস্তাব মেনে নেয়। তারা ট্রাম্পের শর্ত মেনে শান্তি চুক্তিতে রাজি বলেই জানা গিয়েছে। পাশাপাশি তারা ইজরায়েলি বন্দিদের মুক্তি করার কথাও ঘোষণা করে।

সোশ্যাল মিডিয়ায় হামাসের এই সম্মতি সম্পর্কে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইজরায়েলকে এখনই গাজায় বোম্বিং করতে বারণ করেন। এর মাধ্যমেই পণবন্দিরে সুরক্ষিত ভাবে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন সিডেন্টের কথায় পাত্তাই দিল না ইজরায়েল
যদিও আমেরিকার প্রেসিডেন্টের সেই বারণ মেনে নেয়নি নেতনিয়াহুর ইজরায়েল। বরং তারা আবারও হামলা চালাল গাজায়। যার ফলে ইতিমধ্যেই ৬ জন প্রাণ হারিয়েছে বলে খবর।

তাই এখন দেখার যে ইজরায়েলের এই আক্রমণের ফলে আবার নতুন করে কোনও দ্বন্দ্বের জন্ম নেয় কি না। পাশাপাশি এই সময় ট্রাম্পই বা কী করেন, সে দিকেও চোখ থাকবে বিশেষজ্ঞদের।

ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানায় হামাস
গাজা সংঘাতের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাবে শান্তির বাণী বয়ে এনেছেন, তার প্রশংসা করে হামাস। পাশাপাশি আরব সব ইসালামি দেশগুলিকেও কৃতজ্ঞতা জানিয়েছিল হামাস। সেই সঙ্গে তারা পণবন্দিদের ছেড়ে দেবে বলেও ঘোষণা করে। তারপরই প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় আক্রমণ করতে বারণ করেন।

নরেন্দ্র মোদীও ট্রাম্পের পাশেই ছিলেন
ট্রাম্পের যুদ্ধ বন্ধের ভূমিকায় বরাবরই পাশে ছিলেন মোদী। তিনি ট্রাম্পের ২০ দফা দাবিকে আগেই স্বাগত জানিয়েছিলেন। পাশাপাশি এ দিনের ট্রাম্পের পোস্ট নিয়েও আপ্লুত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। 

Advertisement

 
হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না
ট্রাম্পের ২০ দাবির মূল দাবি হল, গাজার উপর হামাসের নিয়ন্ত্রণ আর চলবে না। সেখানে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি স্বাধীন সরকার গঠিত হবে। তবে হামাসের কোনও মানুষ যদি দেশ ছেড়ে যেতে চায়, তাহলে যেতে পারে। 

 

POST A COMMENT
Advertisement