ডিএলাঅন্তঃসত্ত্বা আলবানিয়ার AI মন্ত্রী ডিএলা। কৃত্রিম বদ্ধিমত্তার মন্ত্রী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই দেশ। এবার বড় চমক দিল তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, গর্ভবতী ডিএলা ৮৩ শিশুর জন্ম দিতে চলেছে।
এক রোবটের গর্ভবতী হয়ে পড়ার ঘোষণা করেছেন খোদ আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। জার্মানির বার্লিন শহরে আয়োজিত গ্লোবাল সম্মেলনে আলবানিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণা সকলকে চমকে দিয়েছে। কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন একজন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট?
আলবানিয়ার ভাষায় 'ডিএলা' শব্দের অর্থ 'সূর্য'। তিনি সে দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের মন্ত্রী। দুনিয়ার প্রথম AI মন্ত্রী তিনি। তাঁর সম্পর্কে বলতে গিয়ে গ্লোবাল ডায়লগ প্রোগ্রামে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, 'আমরা ডিএলার সঙ্গে সর্বোচ্চ স্তরের পরীক্ষানিরীক্ষা করেছি। যার ফলে ডিএলা এখন গর্ভবতী এবং ৮৩ শিশুর জন্ম দিতে চলেছে।'
আসলে ৮৩ শিশু বলতে প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন ৮৩টি নতুন AI অ্যাসিস্ট্যান্টের কথা। শাসকদল সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক সাংসদের জন্য একজন তরে AI সহযোগী তৈরি করা হয়েছে। এই ৮৩ AI সহযোগী (ডিএলার শিশু) সংসদের সমস্ত কার্যক্রম রেকর্ড করবে। জনপ্রতিনিধিদের সংসদের সমস্ত কার্যক্রম সম্পর্কে অবগতও করবে। সংসদ অধিবেশনেও থাকবে এই AI সহযোগীরা। সমস্ত চর্চা এবং ঘটনাগুলির রেকর্ড রাখবে এবং সাংসদদের পরামর্শও দেবে, কোন ইস্যু নিয়ে সংসদে কাউন্টার অ্যাটাক করতে পারেন তাঁরা। ২০২৬ সালের শেষ দিকে সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যাবে এই ৮৩ জন AI অ্যাসিস্ট্যান্ট। ডিএলা-র জ্ঞান (ডেটা এবং অ্যালগোরিদম) তাদের মধ্যেও সঞ্চারিত হবে।
প্রধানমন্ত্রী এডি রামা ব্যাখ্যা দিয়ে বলেন, 'কফি খেতে গিয়ে যদি কেউ যদি সংসদ অধিবেশন আসতে দেরি করেন অথবা অধিবেশন মিস করে যান তবে AI অ্যাসিস্ট্যান্ট সব নোট করে রাখবে। পরবর্তীতে সেটিই রিপিট করবে।'
ডিএলা-কে সম্পূর্ণরূপে একজন আলবানিয়ার মহিলার মতো পোশাক দেওয়া হয়েছে। ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত দফতর তৈরির জন্যই তাকে মন্ত্রী করা হয়েছে। যে কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া অধিকার দেওয়া হয়েছে ডিএলা-কে।