ভেনিজুয়েলার সরকার ফেলে দেবেন ট্রাম্প?মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যে উত্তাপ বাড়ছে। আমেরিকার সরকারের ৪ আধিকারিকের মতে, আগামী কিছুদিনের মধ্যে ভেনিজুয়েলার উপর আক্রমণের করতে পারে মার্কিন বাহিনী। যদিও এখনও সেই অপারেশন কবে-কখন করা হবে, সেটা নির্দিষ্ট করা হয়নি। তবে এটা যে কিছুদিনের মধ্যেই হতে চলেছে, এটার পূর্বাভাস দিয়ে রেখেছেন তারা।
এই আধিকারিকদের মতে, প্রাথমিকভাবে কোভার্ট অপারেশন চালাতে পারে আমেরিকা। তারপর অন্য দিকে এগোতে পারে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। আর এটা শুধু হুমকি নয়। বরং ক্যারাবিয়ান ক্ষেত্রের দিকে চোখ রাখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সেখানে ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে সেনার সংখ্যা। তবে এই বিষয়ে বেশি তথ্য দিতে চায়নি সেই চার আধিকারিক। বিষয়টি গোপনীয় বলে জানিয়েছেন তারা।
হোয়াইট হাউস কমেন্ট করেনি
যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাইস। ট্রাম্প প্রশাসনের এক বড় আধিকারিকের মতে, ভেনিজুয়েলার বিরুদ্ধে যে কোনও রকম ব্যবস্থা নিতে পারে মার্কিন সরকার। তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় ড্রাগের সরবরাহ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে।'
নিকোলস মাদুরোর সরকারকে ছুড়ে ফেলা হবে বলে হুমকি
ভেনিজুয়েলায় এখন চলছে নিকোলাস মাদুরোর সরকার। আর সেই সরকারই বেআইনি ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করছে ট্রাম্প সরকার। যদিও মাদুরো এই দাবি মানতে চায়নি। তবে ডোলাল্ড ছাড়ার পাত্র নয়। আর এমন পরিস্থিতিতেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এই সময় আমেরিকা মাদুরের সরকারকে উপড়ে ফেলতে পারে। আর এই বিষয়টা স্বীকার করেছেন মাদুরো নিজেও। তিনি জানিয়েছেন, আমেরিকা তাঁকে গদি থেকে তুলে ফেলতে চাইছে। তবে ভেনিজুয়েলার মানুষ এবং সেনা এর বিরোধীতা করবে।
এমন পরিস্থিতিত US FAA সকলকে সতর্ক করেছে। তাদের মতে, এখন ভেনিজুয়েলার উপর দিয়ে উড়ে যাওয়া ভুল বিপদের কারণ হতে পারে। এরপরই একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স নিজেদের ফ্লাইট বাতিল করেছে।
যতদূর খবর, আমেরিকা ভেনিজুয়েলাকে জঙ্গি গোষ্ঠীর মদতদাতা হিসেবে দাগিয়ে দিতে পারে। এমনকী মাদুরোর সম্পত্তি এবং পরিকাঠামোর উপর হানা দেওয়ার আশঙ্কাও রয়েছে। যার ফলে আগামিদিনে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি।
তবে শুধু যুদ্ধ নয়, কথা বলেও এই সমস্যা সমাধানের জায়গা খুলে রেখেছে ট্রাম্প প্রশাসন। তাই এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।