টেক অফের আগেই বিমানে আগুন, প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা যাত্রীদের, VIDEO VIRAL

ফের বোয়িং বিমানের সঙ্গে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল আমেরিকা। মার্কিন এয়ারলাইন্সেরই একটি উড়ান টেক অফের আগেই ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে গেল। ভাইরাল সেই মুহূর্তের ভিডিও।

Advertisement
টেক অফের আগেই বিমানে আগুন, প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা যাত্রীদের, VIDEO VIRAL বিমান দুর্ঘটনা
হাইলাইটস
  • বোয়িং বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন
  • ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার এয়ারপোর্টে
  • বরাতজোরে রক্ষা যাত্রীদের

ফের একবার বিমানে বিপত্তি। এবার তা ঘটল আমেরিকায়। মার্কিন এয়ারলাইন্সের AA3023 বিমানটি শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময়ে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও জানা গিয়েছে, ১৭৩ জন যাত্রী এবং পাইলট সহ ৬ ক্রু-কে নিরাপদে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বরাতজোরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। 

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। বিমানে থাকা যাত্রীদের বের করে আনা সম্ভব হলেও একজনের সামান্য আঘাত লেগেছে বলে খবর। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এয়ারক্রাফ্টটি মিয়ামি যাচ্ছিল। কিন্তু টেক অফের সময়েই ঘটে যায় এই অঘটন। ঘটনার সময়ের একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে আতঙ্কিত যাত্রীরা কীভাবে প্রাণ বাঁচাতে চেষ্টা করছেন। তাঁদের সকলকে এক এক করে স্লাইড করিয়ে এয়ারক্রাফ্টটি থেকে বের করে আনার দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। যদিও সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.


উড়ান সংস্থার পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, ফ্লাইটটির টায়ারে সমস্যা তৈরি হয়েছিল।  

হিসেব বলছে, গত ৫ মাসে এই নিয়ে দ্বিতীয়বার ডেনভার বিমানবন্দরে কোনও বিমান টেক অফ করার সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কাঠগড়ায় সেই বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফ্ট। চলতি বছরের মার্চ মাসে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গিয়েছিল এই ডেনভার এয়ারপোর্টেই।

আমেদাবাদের বিমান দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনও যেন তাড়া করে বেড়াচ্ছে সকলকে। সেই স্মৃতিকে উস্কে দিচ্ছে পরপর ঘটে চলা বিমান দুর্ঘটনা। চলতি সপ্তাহেই একটি রাশিয়ান বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ৬ ক্রু সহ ৪৯ জনের। বিমানটি অবতরণের সময়ে হঠাৎই ভেঙে পড়ে। ওই বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন। বিমানটি চিন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ভেঙে পড়ে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

POST A COMMENT
Advertisement