Thailand Cambodia Clash: অশান্ত থাইল্যান্ড, ভারতীয়দের জন্য বিশেষ অ্যাডভাইজারি জারি

ক্রমশই সংঘর্ষ বাড়ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। বাড়ছে মৃত্যু। সীমান্ত চলছে গুলিগালা। এমত অবস্থায় ভারতীয়দের থাইল্যান্ড যাত্রা নিয়ে বিশেষ পরামর্শ।

Advertisement
 অশান্ত থাইল্যান্ড, ভারতীয়দের জন্য বিশেষ অ্যাডভাইজারি জারিথাইল্যান্ড ও কম্বোডিয়ার পরিস্থিতি
হাইলাইটস
  • থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি
  • ভারতীয়দের ৭ প্রদেশে যাত্রা না করার পরামর্শ
  • অ্যাডভাইজরি জারি করল ভারতীয় দূতাবাস

থাইল্যান্ডের ৭টি প্রদেশে যাত্রা না করার পরামর্শ দিয়ে শুক্রবার ভারতীয়দের জন্য অ্যাডভাইজরি জারি করল ভারতীয় দূতাবাস। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিপত্তি এড়াতেই এই অ্যাডভাইজরি বলে জানানো হয়েছে। 

থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে যে উত্তেজক পরিস্থিতিতে থাই প্রশাসনের আপডেট না দেখে ভারতীয়রা যেন সে দেশে যাত্রা না করেন। থাইল্যান্ডের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ফুমথাম আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। এরপরই ভারতীয় দূতাবাসের তরফে এল এই অ্যাডভাইজরি। সে দেশের ২০টি এলাকায় যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে খোদ থাই সরকারই। এই তালিকায় রয়েছে উবন রাতচাথানি, সুরিন, সিসাকেত, বুরিরাম, সা কায়েও, চান্তাবুরি এবং ট্রাট।

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিবাদ বড় আকার ধারণ করছে। সংঘর্ষের জেরে থাইল্যান্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৪৫-এর বেশি। থাইল্যান্ডের সরকারের তরফে এই পরিসংখ্যান দেওয়া হলেও তা আরও বেশি বলে বেসরকারি সূত্রে খবর। ১০ হাজারেরও বেশি মানুষ গৃহচ্যুত হয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধের নেপথ্যে রয়েছে এক শিবমন্দির। দাংরেক পর্বতের উপরে অবস্থিত প্রিয়াহ ভিহিয়ার বা প্রিয়া বিহার শিবমন্দির। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে এই মন্দির। থাইল্যান্ড দাবি করে এই মন্দির তাদের। কাম্বোডিয়া তাতেই আপত্তি। 

উল্লেখ্য, গত বুধবার সীমান্তে গোলাগুলি চালায় কম্বোডিয়া। বদলা নিতে বৃহস্পতিবার এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। পাল্টা কম্বোডিয়াও থাইল্যান্ডের ফ্যানম ডং রাক হাসপাতালে হামলা করেছে। থাইল্যান্ডের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ফুমথম বলেন, 'আমরা সমস্যার সমাধান করতে আলোচনায় বসতে প্রস্তুত। তবে আত্মরক্ষা আমাদের করতেই হবে। দেশকে রক্ষা করাও আমাদের কর্তব্য।' জানা গিয়েছে, ইতিমধ্যেই বহু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। থাই শিক্ষা মন্ত্রকের তরফে সীমান্তবর্তী এলাকার স্কুলগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে। সীমান্ত লাগোয়া স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ফিল্ড হাসপাতালে পরিণত করা হয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement