কোল্ডপ্লে-র কনসার্ট শুনতে যাওয়াই কাল হল অ্যাস্ট্রনমার সংস্থার CEO অ্যান্ডি বাইরনের জীবনে। বান্ধবী এবং সংস্থার HR হেডের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে যায় কনসার্টের বিগ স্ক্রিনে। পরকীয়া ধরা পড়তেই বেজায় অস্বস্তিতে পড়েন যুগল। চূড়ান্ত ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক ভাবে লজ্জিত হতে হয়। এরপরই বড় পদক্ষেপ নিয়ে ফেললেন তিনি।
AI সংস্থা অ্যাস্ট্রনমারের CEO পদ থেকে ইস্তফা দিলেন অ্যান্ডি বাইরন। স্ত্রীর অজান্তে সহকর্মী প্রেমিকার সঙ্গে চুপিচুপি কোল্ডপ্লে-এর কনসার্টে গিয়েছিলেন তিনি। গোপন সম্পর্ক এভাবে যে সকলের সামনে ফাঁস হয়ে যাবে, তা ভাবতেই পারেনি পরকীয়ায় জড়ানো দু'জন। প্রেমিকা ক্রিস্টিন ক্যাবটকে আলিঙ্গন করে মনের সুখে কোল্ডপ্লে-এর গান শুনছিলেন আমেরিকার ওই নামী সংস্থার CEO। অজান্তেই ক্যামেরাবন্দি হয়ে যান তাঁরা। আর তাতেই ঘটে কেলেঙ্কারি। কোল্ডপ্লে-এর কনসার্টে বড় স্ক্রিনে ফুটে ওঠে প্রেমিকাকে আলিঙ্গন করে থাকা CEO-র ছবি। কিছু বুঝে ওঠার আগেই ভাইরাল হন তাঁরা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ভাইরাল হয় গোটা দুনিয়ায়। কেচ্ছা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সর্বত্র।
প্রথমে অ্যাস্ট্রনমার সংস্থা অ্যান্ডি বাইরনকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেয়। অ্যান্ডি বাইরনের একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে লেখা ছিল, পরিস্থিতির জন্য ক্ষমা চাইছেন সকলের কাছে এবং জানাচ্ছেন, গোটা বিষয়টি সামাল দিতে তাঁর কিছুটা সময় দরকার। যদিও অ্যাস্ট্রনমার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওই বিবৃতি ভুয়ো। অ্যান্ডি বাইরন কোনও প্রতিক্রিয়া দেননি।
এরপর শনিবারই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অ্যান্ডি বাইরন নিজেই পদত্যাগ করেছেন। পাশাপাশি এ-ও জানানো হয়, এই সংস্থা উচ্চপদস্থদের থেকে সর্বোত্তম আচরণ এবং জবাবদিহি দাবি করে। কার্যকরী CEO করা হয়েছে সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং চিফ পাবলিক প্রোডাক্ট অফিসার পিট ডিজয়কে।
জানা গিয়েছে, অ্যান্ডি বাইরনের সঙ্গে চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবটকেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল সংস্থা। তিনিও প্রেমিকের পথে হেঁটে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। যদিও এ বিষয় মুখ খোলেনি অ্যাস্ট্রনমার।
বুধবার আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্ট ছিল। সেই কনসার্টে গিয়েছিলেন অ্যান্ডি এবং ক্যাবট। কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনও অ্যান্ডি এবং ক্রিস্টিনকে অন্তরঙ্গ অবস্থায় বড় পর্দায় দেখে ফেলেন। মঞ্চ থেকে যুগলের এই কাণ্ড দেখে আসল ঘটনা না জেনেই ক্রিস বলে ওঠেন, ‘হয় তো তাঁরা খুব লজ্জা পাচ্ছেন। নয় তো তাঁদের পরকীয়া সম্পর্ক রয়েছে।’ ক্রিসের কথা শুনে দর্শকের মধ্যে হইচই পড়ে যায়। অ্যান্ডি তাঁর স্ত্রী মেগান কেরিগান বাইরন এবং দুই সন্তান নিয়ে নিউ ইয়র্কে থাকেন। এই ঘটনার পর মেগানকে সহানুভূতি জানানোর জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই স্বামীর পদবি সরিয়ে ফেলেছেন মেগান। ঘনিষ্ঠমহলের মতে, এবার ডিভোর্সের মামলা দায়ের করতে পারেন তিনি। অন্যদিকে, এইচআর হেড ক্রিস্টিন অবশ্য বর্তমানে ডিভোর্সি। ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ২০২৪ সালে তিনি যোগ দিয়েছিলেন অ্যাস্ট্রনমারে।