যে আমেরিকাতে দাঁড়িয়ে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির, সেই রাষ্ট্র থেকেই এল কড়া প্রতিক্রিয়া। আমেরিকার প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন বলেন, 'এ দেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের এই হুমকি কোনওমতেই মেনে নেওয়া যাচ্ছে না।'
মাইকেল রুবিনের মতে, গোটা বিশ্ব পাকিস্তানকে কি আদৌ আর দায়িত্ববান দেশ হিসেবে দেখছে? নাকি এর অন্তিম দিন এগিয়ে এসেছে? আসিম মুনিরকে তিনি কুখ্যাত জঙ্গিনেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন।
প্রাক্তন এই পেন্টাগন আধিকারিক বলেন, 'আসিম মুনিরের ভাষণ শুনে আমার ওসামা বিন লাদেনের কথা মনে পড়ে যাচ্ছে। পাকিস্তানকে এবার স্টেট স্পনসর টেররিজমের তালিকাভুক্ত দেশ করে দেওয়া উচিত।'
মাইকেন রুবিনের প্রশ্ন, আমেরিকাতে বসে এমন হুমকি দিচ্ছেন পাক সেনাপ্রধান, তা সত্ত্বেও মার্কিন জেনারেলরা কেন তাঁর সঙ্গে বৈঠক করলেন? এমন জেনারেলদের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত বলেই মনে করছেন তিনি।
পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইছে, ততক্ষণ আসিম মুনির এবং অন্য সমস্ত পাক আধিকারিককে আমেরিকাতে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা উচিত। মার্কিন ভিসাও দেওয়া উচিত নয় এঁদের।
উল্লেখ্য, মার্কিন মুলুকে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, 'আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা (কোনও যুদ্ধে) হেরে যাচ্ছিতাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।'
পাকিস্তানকে রীতিমতো ঝেড়ে কাপড় পড়িয়েছে নয়াদিল্লি। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, এই সমস্ত পরমাণু জুজুতে ভারত ভীত নয়। প্রয়োজনে পদক্ষেপ করতেও প্রস্তুত।