scorecardresearch
 

India in Israeli PM Map: 'ইরান অভিশাপ, ভারত... ', রাষ্ট্রসঙ্ঘে পাশাপাশি দুটো মানচিত্র দেখালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

দেশে যুদ্ধ চলছে। শত্রুকে নাশ করতে প্রায় রোজ দিনই হামলা চালাচ্ছে ইজরায়েল। শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লা ঘাঁটিতে এয়ারস্ট্রাইক হামলা চালিয়েছে ইজরায়েল। এই আবহে প্রথমবার রাষ্ট্রসঙ্ঘে বক্তৃতায় ইরানকে নিশানা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি, ২টি মানচিত্র তুলে ধরে অভিনব কায়দায় শত্রুপক্ষকে আক্রমণ করলেন তিনি। একটি মানচিত্রে ভারতকে 'আশীর্বাদ'-এর তালিকায় রাখার কথা উল্লেখ করলেন। আর অন্য মানচিত্রে কয়েকটি দেশকে 'অভিশপ্ত' বলে বর্ণনা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

Advertisement
রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের প্রধানমন্ত্রী। রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের প্রধানমন্ত্রী।
হাইলাইটস
  • রাষ্ট্রসঙ্ঘে বক্তৃতায় ইরানকে নিশানা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
  • ২টি মানচিত্র তুলে ধরে অভিনব কায়দায় শত্রুপক্ষকে আক্রমণ করলেন তিনি।
  • একটি মানচিত্রে ভারতকে 'আশীর্বাদ'-এর তালিকায় রাখার কথা উল্লেখ করলেন।

দেশে যুদ্ধ চলছে। শত্রুকে নাশ করতে প্রায় রোজ দিনই হামলা চালাচ্ছে ইজরায়েল। শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লা ঘাঁটিতে এয়ারস্ট্রাইক হামলা চালিয়েছে ইজরায়েল। এই আবহে প্রথমবার রাষ্ট্রসঙ্ঘে বক্তৃতায় ইরানকে নিশানা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি, ২টি মানচিত্র তুলে ধরে অভিনব কায়দায় শত্রুপক্ষকে আক্রমণ করলেন তিনি। একটি মানচিত্রে ভারতকে 'আশীর্বাদ'-এর তালিকায় রাখার কথা উল্লেখ করলেন। আর অন্য মানচিত্রে কয়েকটি দেশকে 'অভিশপ্ত' বলে বর্ণনা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

নেতানিয়াহুর ডান হাতে যে মানচিত্রটি ছিল, তাতে ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়মেনকে দেখানো হয়েছে। ওই দেশগুলিকে 'অভিশপ্ত' বলে বর্ণনা করেছেন তিনি। বাঁ হাতে রাখা মানচিত্রে মিশর, সুদান, সৌদি আরব এবং ভারতকে দেখিয়েছেন। এই দেশগুলিকে 'আশীর্বাদ' বলে বর্ণনা করেছেন। 

ভারতের প্রতি ইজরায়েলের যে ভাল মনোভাব রয়েছে, তারই প্রতিফলন ঘটল ইজরায়েলের প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপে। প্রসঙ্গত, ইজরায়েলে হামাসের হামলার নিন্দায় প্রথম সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছে ভারত। 

আরও পড়ুন

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ওই দুই মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেছেন যে,  আশীর্বাদ এবং অভিশপ্ত দেশগুলির মধ্যে বাছাই করা উচিত বিশ্বের।

ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রায় ১ বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের মধ্যেই ইজরায়েলে হামলা চালায় হিজবুল্লা। যার নেপুথ্যে রয়েছে ইরান। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এই সংঘাত সম্প্রতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। লেবাননে হিজবুল্লার একের পর এক ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েল। বাড়ছে হতাহতের সংখ্যাও। ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে। লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা চালাল ইজরায়েল। হিজবুল্লার মূল সদর দফতর টার্গেট করে হামলা  চালানো হয়েছে। বেইরুটে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালিয়েছে। যার জেরে ধোঁয়ায় ঢেকেছে লেবানন। বেশ কয়েক জন নিহত হয়েছেন বলে খবর। ইজরায়েলের টার্গেটে হিজবুল্লার বড় নেতা হাসান নাসরুল্লাহ। 

Advertisement

অন্য দিকে, হামলার আবহে কড়া বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, 'শত্রুরা ভেবেছিল, আমরা হয়তো মাকড়সার জাল। কিন্তু আমাদের লৌহ ক্ষমতা রয়েছে।' তাঁর সংযোজন, 'যতক্ষণ যুদ্ধের পথে থাকবে হিজবুল্লা, ততক্ষণ ইজরায়েলের কিছু করার নেই, প্রত্যাঘাত চালাবে। সব হুমকি নির্মূল করে দেশের নাগরিকদের সুরক্ষিত করার সব অধিকার রয়েছে ইজরায়েলের।'
 

Advertisement