Asim Munir Balochistan Statement: '৯০ হাজার সেনার প্যান্ট আজও ঝুলছে'— পাক সেনাপ্রধানকে মোক্ষম জবাব বালোচ নেতার

Asim Munir Balochistan Statement: ৭৫ বছরের দমন-পীড়নের বিরুদ্ধে মুখ খুললেন বেলুচ নেতা আখতার মেংগল। পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির জবাবে দিলেন ইতিহাস কাঁপানো কটাক্ষ!

Advertisement
'৯০ হাজার সেনার প্যান্ট আজও ঝুলছে'— পাক সেনাপ্রধানকে মোক্ষম জবাব বালোচ নেতার '৯০ হাজার সেনার প্যান্ট আজও ঝুলছে'— পাক সেনাপ্রধানকে মোক্ষম জবাব বালোচ নেতার

Asim Munir Balochistan Statement: পাকিস্তানের সামরিক হুমকির জবাবে বেলুচ নেতা আখতার মেংগলের বিস্ফোরক বক্তব্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা উপমহাদেশকে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পটভূমিতে যখন ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, তখন পাকিস্তানের ভেতরে নতুন করে উত্তাল বেলুচিস্তান। আর সেই আগুনে ঘি ঢেলেছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নিজেই।

"বেলুচিস্তান পাকিস্তানের কপালের ঝুমর" — এই ভাষায় বেলুচদের আক্রমণ করেন সেনাপ্রধান। তিনি দাবি করেন, আগামী দশ প্রজন্মেও বেলুচিস্তানকে কেউ পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। এর উত্তরে, বেলুচ ন্যাশনাল পার্টির প্রধান আখতার মেংগল যা বলেন, তা পাকিস্তানের সামরিক দাপটকে একপ্রকার ছিন্নভিন্ন করে দেয়।

"১৯৭১-এর হার ভুলে গিয়েছ?"
মেংগল তীব্র কটাক্ষ করে বলেন, “তোমাদের ৯০ হাজার সৈন্য শুধু অস্ত্রই নয়, প্যান্টও ফেলে রেখে এসেছিল বাংলাদেশে। আজও সেগুলো ঝুলে আছে!” তিনি আরও বলেন, “তোমরা বলছো আমাদের ১০ প্রজন্মকে শাস্তি দেবে? আগে বলো,

তোমাদের কত প্রজন্ম ১৯৭১-এর অপমান ভুলতে পারবে?”
বেলুচ দমন-পীড়নের ৭৫ বছরের ইতিহাস সামনে আনলেন তিনি। মেংগল বলেন, “আমরা বেলুচরা ৭৫ বছর ধরে পাকিস্তানের সেনা ও সরকারের নিপীড়নের শিকার। কিন্তু আমরা ভয় পাই না, মাথা নত করি না।” আন্তর্জাতিক মহলের নজর টেনেছে এই বক্তব্য। এই বক্তব্য শুধু বেলুচদের পক্ষ থেকে নয়, গোটা পাকিস্তানের সেনাশাসিত শাসনব্যবস্থার বিরুদ্ধে এক সাহসী আওয়াজ। এমন সময়ে যখন পাকিস্তান বারবার আন্তর্জাতিক মহলে জঙ্গি মদতের অভিযোগে কোণঠাসা, তখন আখতার মেংগলের এই কথাগুলি নতুন বিতর্কের জন্ম দেবে।

পাকিস্তান সেনা বনাম বেলুচ গণআন্দোলন — সামনে উত্তপ্ত দিন!
বেলুচদের দীর্ঘদিনের স্বাধীনতার দাবি, নির্যাতনের ইতিহাস এবং আজকের এই প্রতিবাদ একত্রে ভবিষ্যতের জন্য বড় ইঙ্গিত হয়ে রইল।

 

POST A COMMENT
Advertisement