চিনের নজরে বালুচিস্তান? মিলিটারি ঢোকাতে পারে, ভারতকে সতর্ক করলেন বালোচ নেতা

বালুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে চিন। আগামী কয়েকমাসের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন বালোচ নেতা মীর ইয়াচ। এটা বালুচিস্তানের পাশাপাশি, ভারতের জন্যও হুমকি বলে দাবি করেছেন ওই নেতা। 

Advertisement
চিনের নজরে বালুচিস্তান? মিলিটারি ঢোকাতে পারে, ভারতকে সতর্ক করলেন বালোচ নেতাজয়শঙ্করকে সতর্ক করলেন বালোচ নেতা
হাইলাইটস
  • বালুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে চিন।
  • কয়েকমাসের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
  • বালুচিস্তানের পাশাপাশি, ভারতের জন্যও হুমকি বলে দাবি করেছেন ওই নেতা।

বালুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে চিন। আগামী কয়েকমাসের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন বালোচ নেতা মীর ইয়াচ। এটা বালুচিস্তানের পাশাপাশি, ভারতের জন্যও হুমকি বলে দাবি করেছেন ওই নেতা। 

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে উদ্দেশ করে লেখা একটি খোলা চিঠিতে মীর ইয়ার বলেন, "বালুচ জনগণের প্রতিনিধিরা ইসলামাবাদ ও বেজিংয়ের মধ্যে বাড়তে থাকা বিষয়টিকে “অত্যন্ত বিপজ্জনক” হিসেবে দেখছেন।" পাশাপাশি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, "যদি বালুচিস্তান প্রতিরক্ষা ও মুক্তি বাহিনীর ক্ষমতা আরও জোরদার না করা হয়, তবে চিন ভিতরে ঢুকে পড়বে।"

মীর ইয়ার বলেন, "৬ কোটি বালোচ জনগণের সম্মতি ছাড়াই বালুচিস্তানের মাটিতে চিনা সেনার উপস্থিতি ভারত এবং বালুচিস্তান উভয়ের ভবিষ্যতের জন্যই একটি বড় হুমকি ও চ্যালেঞ্জ।"

চিঠিতে আরও দাবি করা হয়েছে, "চিন ও পাকিস্তান দ্রুত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।" তিনি ভারত ও বালুচিস্তানের মধ্যে সুনির্দিষ্ট ও পারস্পরিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন।

চিঠিতে তিনি অপারেশন সিদুঁরের আওতায় মোদী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি জানান, এই অভিযান পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের টার্গেট করা হয়েছিল। পহেলগাঁও জঙ্গি হামলার পর ন্যায়বিচারের প্রতি এটা একটা দৃঢ় পদক্ষেপ। ভারত ও বালুচিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশা করেছেন বালোচ নেতা মীর ইয়াচ।

চিঠিতে এই বালোচ নেতা ভারত ও বালুচিস্তানের মধ্যে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। তিনি হিংলাজ মাতা মন্দিরের মতো পবিত্র স্থানগুলিকে ভাগ করাকে ঐতিহ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।


 
POST A COMMENT
Advertisement