BLA Attack in Pakistan: যে কোনও মুহূর্তে পাকিস্তানের হাতছাড়া হওয়ার পথে বেলুচিস্তান? BLA-র ভয়াবহ হামলা

Balochistan: BLA-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাদের স্পেশাল ইউনিট ফতেহ স্কোয়াড পাক সেনা ভর্তি বাসকে নিশানা করে আইইডি হামলা চালিয়েছে। গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল।  একইদিনে দুটি আলাদা হামলা চালিয়ে ২৯ জন পাক সেনাকে খতম করল BLA।

Advertisement
যে কোনও মুহূর্তে পাকিস্তানের হাতছাড়া হওয়ার পথে বেলুচিস্তান? BLA-র ভয়াবহ হামলাBLA Attack in Pakistan
হাইলাইটস
  • স্পেশাল স্কোয়াডের নিখুঁত হামলা
  • দ্বিতীয় হামলা কালাতে
  • পাক সেনা চুপ, আন্তর্জাতিক মহলে উদ্বেগ

একে তো কাঙাল অবস্থা, জঙ্গিদের স্বর্গরাজ্য, এরই মধ্যে বেলুচিস্তান হাতছাড়া হওয়ার মুখে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে যে কোনও মুহূর্তে। কালাত ও কোয়েট্টাতে দুটি বড়সড় হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি (BLA)। ২৯ জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিএলএ-র হুমকি, এই যুদ্ধ চলবে যতক্ষণ না বেলুচিস্তান স্বাধীন হবে।

BLA-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাদের স্পেশাল ইউনিট ফতেহ স্কোয়াড পাক সেনা ভর্তি বাসকে নিশানা করে আইইডি হামলা চালিয়েছে। গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল।  একইদিনে দুটি আলাদা হামলা চালিয়ে ২৯ জন পাক সেনাকে খতম করল BLA।

স্পেশাল স্কোয়াডের নিখুঁত হামলা

BLA জানাচ্ছে, তাদের স্পেশাল ইউনিট ‘Fateh Squad’ এই অভিযানের নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে সেনার গতিবিধি নজরে রেখেছিল তাদের ইনটেলিজেন্স ইউনিট ZIRAB। অবশেষে মঙ্গলবার করাচি থেকে কোয়েট্টা যাওয়ার পথে পাক সেনাদের একটি বাসে IED বিস্ফোরণ ঘটায় তারা। সেই হামলাতেই মৃত্যু হয় ২৭ জন সেনার। পাকিস্তানের সেনা ব্যবস্থার অবস্থা এতটাই দুর্বল যে এত বড় হামলার পরও তারা প্রথমে মুখ খুলতে ভয় পেয়েছিল। BLA-র আরও দাবি, ওই বাসে থাকা কাওয়ালি গায়করা তাদের নিশানা ছিল না। তাই তাঁদের আঘাত করা হয়নি। এতে স্পষ্ট, হামলা ছিল নিখুঁত পরিকল্পিত হামলা।

Baloch Liberation Army
বালোচ লিবারেশন আর্মি

দ্বিতীয় হামলা কালাতে

কোয়েট্টার পর একই দিনে BLA হামলা চালায় কালাতেও। সেখানে সেনাবাহিনীর একটি গাড়িতে IED বিস্ফোরণ ঘটানো হয়। সেই হামলায় আরও দুই সেনা খতম। অর্থাৎ একদিনে মোট ২৯ জন সেনাকে সরিয়ে দিল BLA। পাকিস্তানের জন্য এটা বড় ধাক্কা।

পাক সেনা চুপ, আন্তর্জাতিক মহলে উদ্বেগ

এই ঘটনাগুলির পরও পাকিস্তান সরকার বা সেনা কোনও বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একটি দেশের ভেতরে এত বড় বিদ্রোহ যদি চলতে পারে, তাহলে সেই দেশ আদৌ নিয়ন্ত্রণে আছে তো? এই হামলার দায় স্বীকার করে BLA বলছে, 'যতক্ষণ না বালোচিস্তান স্বাধীন হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চলবে।' বালোচদের বহুদিনের দাবি, পাকিস্তান জোর করে তাদের এলাকা দখল করে রেখেছে। তারা চায় স্বাধীনতা, চায় নিজের ভূমির ওপর নিজের অধিকার। প্রত্যেকবারই দেখা যাচ্ছে, নিজের দেশের ভেতরেই পরিস্থিতি সামলাতে পারছে না পাকিস্তান। ভারতের কাছে মার খাচ্ছে। আর্থিক অবস্থাও শোচনীয়।আফগানিস্তান হোক বা ভারত সীমান্ত, সবার  ঘা খাওয়া পাকিস্তান এখন শুধু একটা ‘ফেল স্টেট’, যার ভবিষ্যৎ অন্ধকার।

Advertisement

POST A COMMENT
Advertisement