Balochistan Train Hijack: 'গোটা দুনিয়া জানে সন্ত্রাসবাদের এপিসেন্টার কোনটা', বেলুচিস্তান ট্রেন হাইজ্যাকে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনায় ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। সেই অভিযোগ উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত। পাকিস্তান এর আগে ট্রেন অপহরণের ঘটনায় ব্যর্থতা লুকানোর জন্য প্রথমে আফগানিস্তানকে দায়ী করে। এরপর টার্গেট করে ভারতকে।

Advertisement
'গোটা দুনিয়া জানে সন্ত্রাসবাদের এপিসেন্টার কোনটা', বেলুচিস্তান ট্রেন হাইজ্যাকে পাকিস্তানকে কড়া জবাব ভারতেরপ্রতীকী ছবি

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনায় ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। সেই অভিযোগ উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত। পাকিস্তান এর আগে ট্রেন অপহরণের ঘটনায় ব্যর্থতা লুকানোর জন্য প্রথমে আফগানিস্তানকে দায়ী করে। এরপর টার্গেট করে ভারতকে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি জারি করে জবাব দেন। বলেছেন, "ভারত পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে। বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোনটা তা সারা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা ছাড়ুন। অন্যদের দোষারোপ না করে পাকিস্তানকে আত্মদর্শন করা উচিত।"

অর্থাৎ ভারত স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ কারা ছড়ায় তা গোটা বিশ্বে জানে। তাই পাকিস্তানের উচিত তার নিজের দেশের পরিস্থিতির উন্নতির দিকে মনোনিবেশ করা।

ভারতের বিরুদ্ধে 'ভিত্তিহীন' অভিযোগ করেছে পাকিস্তান
১১ মার্চ বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ করে। ট্রেনটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। যাদের বেশিরভাগই ছিল সেনাবাহিনীর সেনা, পুলিশ ও আইএসআই-এর সঙ্গে যুক্ত নিরাপত্তা কর্মীরা। 

সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্রায় ১৫৫ জন যাত্রীকে মুক্ত করে পাক সেনা। উদ্ধার অভিযানে ২৭ বালোচ বিদ্রোহী নিহত হয়। 

প্রসঙ্গত, এই ব্যর্থতা আড়াল করতে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। কোনও প্রমাণ ছাড়াই, বালোচ বিদ্রোহীরা ভারতের কাছ থেকে সমর্থন পাচ্ছে।

POST A COMMENT
Advertisement