সূর্যে ঝড়ে মানুষের ব্লাড প্রেসার বাড়ছে? এমনই চাঞ্চল্যকর রিপোর্ট মিলল একটি স্টাডিতে। দেখা যাচ্ছে, সৌরঝড়ের জেরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব পড়ছে, যার জন্য ভুগতে হচ্ছে মানুষকেও। বিশেষ করে বহু মানুষের রক্তচাপের সমস্যা বাড়ছে। চিনে হওয়া ওই রিসার্চে ৬ বছর ধরে দুটি প্রদেশের ৫ লক্ষের বেশি মানুষের রক্তচাপের গতিপ্রকৃতি দেখা হয়েছে।
সৌরঝড়ের প্রভাবে ব্লাড প্রেসারের সমস্যা
গবেষণায় জানা গিয়েছে, সূর্যের কার্যকলাপের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে পরিবর্তন হলে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে রক্তচাপের ওঠানামায় এই প্রভাব আরও স্পষ্ট। ছয় বছরের এই গবেষণায় কিঙদাও এবং ওয়েইহাই শহরের অর্ধ মিলিয়নের বেশি রক্তচাপের তথ্য সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা এই তথ্যের সঙ্গে জিওম্যাগনেটিক কার্যকলাপের (GMA) তুলনা করেছেন। জিওম্যাগনেটিক কার্যকলাপ মূলত সূর্য থেকে আসা শক্তি এবং পৃথিবীর চৌম্বকক্ষেত্রের প্রতিক্রিয়ার কারণে ঘটে।
সরাসরি রক্তচাপকে প্রভাবিত করতে পারে
গবেষণার রেজাল্টে দেখা যাচ্ছে, মানুষের রক্তচাপের ওঠানামা চৌম্বকক্ষেত্রে ঘটমান পরিবর্তনের সঙ্গে চলছে। অর্থাৎ চৌম্বকক্ষেত্রে তীব্র পরিবর্তন হলে রক্তচাপও বেশি ওঠানামা করে। গবেষকরা জানিয়েছেন, রক্তচাপ এবং চৌম্বকক্ষেত্র একই ছন্দে ওঠানামা করে। বিশেষভাবে বছর, ছয় মাস এবং মাঝে মাঝে তিন মাসের চক্র দেখা গিয়েছে। অন্য সাধারণ প্রভাব যেমন তাপমাত্রা, দূষণ (PM2.5) বা আবহাওয়ার পরিবর্তন এই তিন-মাসের চক্র দেখায় না। ফলে বোঝা যাচ্ছে, চৌম্বকক্ষেত্রের এই প্রভাব আলাদা এবং সরাসরি রক্তচাপকে প্রভাবিত করতে পারে।
মহিলাদের মধ্যে প্রভাব বেশি
সূর্যে প্রচণ্ড ঝড়ের সময়ে এই প্রভাব আরও স্পষ্ট। রক্তচাপ দ্রুত পরিবর্তন হয়। গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের রক্তচাপ পুরুষদের তুলনায় এই পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল। অর্থাত্ মহিলাদের ব্লাড প্রেসার বেশি ওঠানামা করছে।
এই রেজাল্ট বিশেষ সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রোগীদের জন্য। গবেষকরা জানিয়েছেন, চৌম্বকক্ষেত্রের এই পরিবর্তন রক্তচাপের ওঠানামা বাড়াতে পারে, বিশেষ করে সংবেদনশীল গ্রুপের জন্য। এই তথ্যের ভিত্তিতে চিকিৎসক ও জনস্বাস্থ্য নীতি নির্ধারকরা মহাজাগতিক কার্যকলাপ বা স্পেস ওয়েদারকে মাথায় রেখে পরিকল্পনা করতে পারেন।
সৌরঝড় ইতিমধ্যেই স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলে। এবার দেখা যাচ্ছে, মানুষের শরীরও এই মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত। যদিও এর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে গবেষকরা বলছেন, এটি বোঝার নতুন দরজা খুলেছে। অর্থাত্ ব্রহ্মাণ্ডের প্রাকৃতিক শক্তি মানুষের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। মানুষের শরীর এবং মহাজাগতিক শক্তির মধ্যে অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।